Anant Ambani-Radhika Merchant Pre-Wedding festivities: ‘ধন্যবাদ মা’, প্রাক-বিবাহ অনুষ্ঠানে মা-কে আবেগমথিত বার্তা দিলেন অনন্ত আম্বানি

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Pre-Wedding festivities: এনকোর হেল্থকেয়ারের সিইও বীরেণ মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে স্টেজে দাঁড়িয়ে তিনি একই সঙ্গে ধন্যবাদ জানালেন তাঁর পিতা মুকেশ আম্বানিকেও৷

Anant Ambani and Radhika Marchant during their pre-wedding bash in Jamnagar on March 1, 2024. (PTI)
Anant Ambani and Radhika Marchant during their pre-wedding bash in Jamnagar on March 1, 2024. (PTI)
জামনগর: শুক্রবার রাতে প্রাক-বিবাহ অনুষ্ঠানে এক আবেগমথিত ভালবাসায় মোড়া বার্তা দিলেন অনন্ত আম্বানি৷ তিনি ধন্যবাদ জানালেন তাঁর মা নীতা আম্বানিকে, যিনি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন৷ তিনি ধন্যবাদ জানালেন এই তিনদিনের বিশেষ সেলিব্রেশন বা আনন্দ উৎসবের আয়োজন করার জন্য৷
এনকোর হেল্থকেয়ারের সিইও বীরেণ মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে স্টেজে দাঁড়িয়ে তিনি একই সঙ্গে ধন্যবাদ জানালেন তাঁর পিতা মুকেশ আম্বানিকেও৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি ধন্যবাদ জানান নিজের ভাই ও ভাইয়ের স্ত্রীদেরও৷ তিনি বলেন, ‘মা তোমাকে ধন্যবাদ, যা তুমি করেছো, তার জন্য৷ এই সব আয়োজন করেছে আমার মা, আর কেউ না৷ আমার মা সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করেছে৷ দিনে ১৮ থেকে ১৯ ঘণ্টা আমার মা কাজ করেছে এই কারণে৷ আমি মায়ের কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ এবং আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ৷’
advertisement
advertisement
পাশাপাশি তিনি বলেন, ‘এখানে উপস্থিত আপনাদের সকলকে আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাই৷ আমাকে আর রাধিকাকে বিশেষ এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্যই সকলে এসেছেন, আমি জানি৷ আপনাদের সবাইকে এখানে পেয়ে আমরা সন্মানিত৷ আমি ক্ষমাপ্রার্থী যদি কোনও কারণে কারও কোনও অসুবিধা হয়ে থাকে৷ আমি আশা করি আগামী তিনটে দিন সকলেই বিশেষ আয়োজনকে উপভোগ করবেন৷’
advertisement
আরও পড়ুন – অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে ধামাকাদার ‘পারফরম্যান্স’ রিহানার, উঠে দাঁড়িয়ে গলা মেলালেন শাহরুখ, দেখুন ভিডিও
তিনি বলেন, ‘আমি বিশেষ ভাবে আমার মা-কে ধন্যবাদ জানাতে চাই৷ আমার বোন, জামাইবাবু, আমার দাদা ও ভাতৃবধূকে এই আয়োজন এতটা স্মরণীয় করে রাখার জন্য ধন্যবাদ জানাই৷’
advertisement
জানুয়ারিতে এনগেজমেন্ট হওয়া অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে এই বছরের শেষের দিকেই বিয়ে৷ বিবাহের অনুষ্ঠানে পপ স্টার রিহানার অনুষ্ঠান করার কথা৷ মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা ছাড়াও থাকবেন, গৌতম আদানি, আদার পুনাওয়ালাও৷
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant Pre-Wedding festivities: ‘ধন্যবাদ মা’, প্রাক-বিবাহ অনুষ্ঠানে মা-কে আবেগমথিত বার্তা দিলেন অনন্ত আম্বানি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement