Anant Ambani-Radhika Merchant Pre-Wedding festivities: ‘ধন্যবাদ মা’, প্রাক-বিবাহ অনুষ্ঠানে মা-কে আবেগমথিত বার্তা দিলেন অনন্ত আম্বানি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Anant Ambani-Radhika Merchant Pre-Wedding festivities: এনকোর হেল্থকেয়ারের সিইও বীরেণ মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে স্টেজে দাঁড়িয়ে তিনি একই সঙ্গে ধন্যবাদ জানালেন তাঁর পিতা মুকেশ আম্বানিকেও৷
জামনগর: শুক্রবার রাতে প্রাক-বিবাহ অনুষ্ঠানে এক আবেগমথিত ভালবাসায় মোড়া বার্তা দিলেন অনন্ত আম্বানি৷ তিনি ধন্যবাদ জানালেন তাঁর মা নীতা আম্বানিকে, যিনি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন৷ তিনি ধন্যবাদ জানালেন এই তিনদিনের বিশেষ সেলিব্রেশন বা আনন্দ উৎসবের আয়োজন করার জন্য৷
এনকোর হেল্থকেয়ারের সিইও বীরেণ মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে স্টেজে দাঁড়িয়ে তিনি একই সঙ্গে ধন্যবাদ জানালেন তাঁর পিতা মুকেশ আম্বানিকেও৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি ধন্যবাদ জানান নিজের ভাই ও ভাইয়ের স্ত্রীদেরও৷ তিনি বলেন, ‘মা তোমাকে ধন্যবাদ, যা তুমি করেছো, তার জন্য৷ এই সব আয়োজন করেছে আমার মা, আর কেউ না৷ আমার মা সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করেছে৷ দিনে ১৮ থেকে ১৯ ঘণ্টা আমার মা কাজ করেছে এই কারণে৷ আমি মায়ের কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ এবং আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ৷’
advertisement
advertisement
পাশাপাশি তিনি বলেন, ‘এখানে উপস্থিত আপনাদের সকলকে আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাই৷ আমাকে আর রাধিকাকে বিশেষ এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্যই সকলে এসেছেন, আমি জানি৷ আপনাদের সবাইকে এখানে পেয়ে আমরা সন্মানিত৷ আমি ক্ষমাপ্রার্থী যদি কোনও কারণে কারও কোনও অসুবিধা হয়ে থাকে৷ আমি আশা করি আগামী তিনটে দিন সকলেই বিশেষ আয়োজনকে উপভোগ করবেন৷’
advertisement
আরও পড়ুন – অনন্ত-রাধিকার বিশেষ দিনে সকলের চোখ শাহরুখের দিকেই! ডোয়েন ব্র্যাভোর সঙ্গে বাদশার ছবি ভাইরাল
আরও পড়ুন – অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে ধামাকাদার ‘পারফরম্যান্স’ রিহানার, উঠে দাঁড়িয়ে গলা মেলালেন শাহরুখ, দেখুন ভিডিও
তিনি বলেন, ‘আমি বিশেষ ভাবে আমার মা-কে ধন্যবাদ জানাতে চাই৷ আমার বোন, জামাইবাবু, আমার দাদা ও ভাতৃবধূকে এই আয়োজন এতটা স্মরণীয় করে রাখার জন্য ধন্যবাদ জানাই৷’
advertisement
জানুয়ারিতে এনগেজমেন্ট হওয়া অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে এই বছরের শেষের দিকেই বিয়ে৷ বিবাহের অনুষ্ঠানে পপ স্টার রিহানার অনুষ্ঠান করার কথা৷ মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা ছাড়াও থাকবেন, গৌতম আদানি, আদার পুনাওয়ালাও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 2:57 PM IST