Anant Ambani Exclusive Interview: ‘চিড়িয়াখানা চলবে সম্পূর্ণ সৌর বিদ‍্যুতে’! এক্সক্লুসিভ সাক্ষাৎকারে Network 18-কে বললেন অনন্ত আম্বানি

Last Updated:

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি Network 18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন, জামনগরের তৈরি হওয়া চিড়িয়াখানা সম্পর্কে।

‘চিড়িয়াখান চলবে সম্পূর্ণ সৌর বিদ‍্যুতে’! এক্সক্লুসিভ সাক্ষাৎকারে Network 18-কে জানালেন অনন্ত আম্বানি
‘চিড়িয়াখান চলবে সম্পূর্ণ সৌর বিদ‍্যুতে’! এক্সক্লুসিভ সাক্ষাৎকারে Network 18-কে জানালেন অনন্ত আম্বানি
জামনগর, গুজরাত: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টে প্রাক বিবাহ অনুষ্ঠান বা প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠান শুরু হয়েছে। গুজরাতের জামনগরে হবে অনুষ্ঠান। অনন্ত রাধিকার প্রি-ওয়েডিং ঘিরে আম্বানি পরিবারে সাজো সাজো রব। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি Network 18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন, জামনগরের তৈরি হওয়া চিড়িয়াখানা সম্পর্কে।
জামনগরে তৈরি হওয়া এই চিড়িয়াখানায় থাকবে অসংখ‍্য পশুপাখি। থাকবে ১০০টিরও বেশি প্রজাতির জন্তু জানোয়ার। পাশাপাশি এই জু-চালিত হবে সম্পূর্ণ সৌর বিদ‍্যুতের সাহায‍্যে। পরিবেশ রক্ষাতেই এই বিশেষ উদ‍্যোগ।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে উপস্থিত থাকবেন দেশ এবং বিদেশের একাধিক স্বনামধন‍্য ব‍্যক্তিত্ব। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, অনন্ত-রাধিকার বিবাহ-পূর্ববর্তী উৎসবে উপস্থিত থাকতে পারেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মর্গ্যান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনি সিইও বব আইগার, ব্ল্যাকরক সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের এবং ইএল রথসচাইল্ড চেয়ারপার্সন লিন ফরেস্টার ডি রথসচাইল্ড।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, এর পাশাপাশি অতিথি তালিকায় জ্বলজ্বল করছে আরও নাম। সেই সম্মানীয় অতিথিদের মধ্যে থাকবেন কাতারের প্রধানমন্ত্রী মহম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি, বিপি-র সিইও মরি অকিনক্লস, কলোনি ক্যাপিটালের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা থমাস ব্যারাক, স্যুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ত, জেসি২ ভেঞ্চার্সের সিইও জন চেম্বার্স, এক্সর-এর একজিকিউটিভ চেয়ারম্যান জন এলকান, এন্ডেভর সিইও অ্যারি ইম্যানুয়েল, জেনারেল অ্যাটলান্টিক চেয়ারম্যান এবং সিইও বিল ফোর্ড, ব্ল্যাকস্টোন গ্রুপের প্রতিষ্ঠাতা স্টিফেন শোয়ার্ৎসম্যান, ব্যাঙ্ক অফ আমেরিকার চেয়ারম্যান ব্রায়ান থমাস ময়নিহ্যান, ইনভেস্টর কার্লোস স্লিম, স্যামসাং ইলেকট্রনিক্সের একজিকিউটিভ চেয়ারম্যান জ্যায় লি, ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস-এর প্রতিষ্ঠাতা রেমন্ড দালিও, হিলহাউজ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ঝাং লেই, ওকট্রি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সহ-প্রতিষ্ঠাতা হওয়ার্ড মার্কস, ইয়র্ক ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা জেমস ডিনান, ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ব্রুস ফ্ল্যাট, মর্গ্যান স্ট্যানলির ম্যানেজিং ডিরেক্টর মাইকেল গ্রাইমজ, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, গুগলের প্রেসিডেন্ট ডোনাল্ড হ্যারিসন এবং হিল্টন অ্যান্ড হাইল্যান্ডের চেয়ারম্যান রিচার্ড হিল্টন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani Exclusive Interview: ‘চিড়িয়াখানা চলবে সম্পূর্ণ সৌর বিদ‍্যুতে’! এক্সক্লুসিভ সাক্ষাৎকারে Network 18-কে বললেন অনন্ত আম্বানি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement