Anant Ambani Exclusive Interview: ছোটবেলা থেকে পশু-পাখির প্রতি ভালবাসা, অনন্ত আম্বানির ড্রিম প্রজেক্টের চিড়িয়াখানা কয়েক হাজার মানুষের কর্ম সংস্থান

Last Updated:

Anant Ambani Exclusive Interview: পারিবারিক বিভিন্ন গুণ তিনিও পেয়েছেন, আম্বানি পরিবারের পশুপ্রেমকে পাথেয় করেই চিড়িয়াখানাতে কয়েক হাজার কর্মীর চাকরির সুযোগ৷

অনন্ত আম্বানির প্রি ওয়েডিংয়ের আগে এক্সক্লুসিভ ইন্টারভিউ
অনন্ত আম্বানির প্রি ওয়েডিংয়ের আগে এক্সক্লুসিভ ইন্টারভিউ
জামনগর: জোরকদমে বিয়ের প্রস্তুতি চলছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠানের রিহার্সালও শুরু হয়েছে। গুজরাতের জামনগরে বসবে তাঁর বিয়ের আসর৷ বিয়ের আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি নেটওয়ার্ক18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে খোলামেলা মেজাজে পাওয়া গেছে৷ সেখানে তিনি নিজের পরিবারের প্রতি যেমন শ্রদ্ধা-সম্মান প্রদর্শন করেছেন ঠিক তেমনিই তিনি নিজেদের ড্রিম প্রজেক্ট জামনগরের জু নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী বলে জানিয়েছেন?
পশ্চিম ভারতের অর্থাৎ গুজরাতের জামনগরে “গ্রিনস জুওলজিক্যাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কিংডম” নামে ২৮০ একর চিড়িয়াখানা এবং প্রাণী উদ্ধার অভয়ারণ্য তৈরি করছে। এই চিড়িয়াখানাটি অনন্ত আম্বানি ‘পেট প্রজেক্ট’৷ মুকেশ আম্বানির ছোট ছেলে RIL-র ডিরেক্টর৷ এই চিড়িয়াখানাটি জামনগরের রিফাইনারির কাছেই রয়েছে৷
advertisement
advertisement
অনন্ত আম্বানির চিড়িয়াখানাতে ১০০ প্রজাতির পশু-পাখি রয়েছে, রয়েছে সরীসৃপও রয়েছে৷ এখানে আফ্রিকান সিংহ, পিগমি জলহস্তী, রয়্যাল বেঙ্গল টাইগার্স, কমোডো ড্রাগনের মতো পশু রয়েছে৷ প্রত্যেক প্রজাতির জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে৷ যেমন ফ্রগ হাউস, ড্রাগনস ল্যান্ড, অ্যাকোয়াটিক কিংডম, ইন্ডিয়ান ডেজার্ট, এক্সটিক আইল্যান্ড।
এই বিশাল চিড়িয়াখানায় পশু-প্রাণীদের দেখভালের জন্য বিশাল সংখ্যক কর্মী নিয়োগ হচ্ছে। ৩০০০ কর্মী এই চিড়িয়াখানায় কাজ করছেন৷ আসলে পশু প্রাণীদের প্রতি আম্বানি পরিবার অত্যন্ত ভালবাসায় পরিপূর্ণ৷ পাশাপাশি তাঁরা যা প্রজেক্টই করেন তাতে প্রচুর কর্মী নিয়োগের সুযোগ করে দেন৷
advertisement
তেমনিই জামনগরের এই চিড়িয়াখানা প্রচুর মানুষের কাজের সুযোগ করে দিচ্ছে৷ যা সেই এলাকায় কর্ম সংস্থানে বড় ওপেনিং হয়ে উঠেছে৷
অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে। অনন্তের সঙ্গে বিয়ে হতে চলেছে এনকোর হেলথ কেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার। ২০২৪ এর ১ মার্চ থেকে অনন্ত ও রাধিকার বিয়ের প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সম্প্রতি তাঁদের প্রি ওয়েডিংয়ের আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
জানা গিয়েছে, জামনগরে ১ থেকে ৩ মার্চ ২০২৪ অনন্ত ও রাধিকার বিয়ে উপলক্ষে প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠান চলবে রিলায়েন্স গ্রিন্স-এ। জামনগরে ১৯৯৭ সালে বিশ্বের সবচেয়ে বড় গ্রাসরুট রিফাইনিং কমপ্লেক্স তৈরি করেছিল রিলায়েন্স। সেখানে বছরের পর বছর প্রায় ১০ মিলিয়ন গাছ লাগানো হয়েছে। সেই সবুজে ঘেরা সমারোহেই হবে অনন্ত ও রাধিকার বিয়ের প্রি ওয়েডিং।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani Exclusive Interview: ছোটবেলা থেকে পশু-পাখির প্রতি ভালবাসা, অনন্ত আম্বানির ড্রিম প্রজেক্টের চিড়িয়াখানা কয়েক হাজার মানুষের কর্ম সংস্থান
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement