Ind vs Eng: ‘নয়নের মণি’ সরফরাজ খানকে মাঠের মধ্যেই এ ভাষায় তিরস্কার, ‘জাদা হিরো মত বন’ বললেন রোহিত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Eng: ভারতীয় দলে কার, কার সঙ্গে কেমন সম্পর্ক এল সামনে..
রাঁচি: ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচের খেলা জমে উঠেছে৷ তৃতীয় দিনে ভারতীয় বোলারদের স্পিনিংয়ের সামনে বেশ চাপে পড়েছিলেন রুট- বেয়রেস্তোরা। কুলদীপ যাদব, আর অশ্বিন এই ম্যাচে ভারতের হয়ে মাঠে তহলকা মাচিয়ে দিয়েছিলেন। যেখানে কুলদীপ ৪ উইকেট নেন, অশ্বিন নেন ৫ উইকেট। তবে এদিন ম্যাচ চলাকালীন রোহিত শর্মার কাছে জবরদস্ত বকা খান সরফরাজ!
আসলে ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে সিলি পয়েন্টে মাঠে নামেন সরফরাজ খান। এ সময় হেলমেট ও প্যাড ছাড়াই আসেন সরফরাজ খান। এই মুহূ্র্তে ভারতীয় ফ্যানদের নয়নের মণিকে মাঠের মাঝেই এই ভাষায় চেঁচিয়ে ওঠেন অধিনায়ক রোহিত৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
advertisement
🔊 Hear this! Rohit does not want Sarfaraz to be a hero?🤔#INDvsENG #IDFCFirstBankTestSeries #BazBowled #JioCinemaSports pic.twitter.com/ZtIsnEZM67
— JioCinema (@JioCinema) February 25, 2024
advertisement
অধিনায়ক রোহিত শর্মা সরফরাজের এভাবে ফিল্ডিং করা দেখে বেশ রেগে যান৷ রোহিত শর্মা সরফরাজকে বকা দিয়ে বলেন, “বেশি হিরো হতে হবে না। যখন এই জায়গায় ফিল্ডিং করবেন, তখন কোনও ঝুঁকি নেবে না গিয়ে হেলমেট নিয়ে এস।’’ ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে রোহিত শর্মার গলা। আসলে রোহিত জানেন কোনওভাবে যদি সরফরাজের লেগে যেত তাহলে মারাত্মক পরিস্থিত হতে পারত৷
advertisement
ভারতকে করতে হবে ১৯২ রান
চতুর্থ টেস্ট জিততে ভারতকে এখন ১৯২ রান করতে হবে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ওপেন করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ২৭ বলে ২৪ রান করে অপরাজিত আছেন অধিনায়ক রোহিত শর্মা। যশস্বী জয়সওয়ালও ১৬ রানে ব্যাট করছেন। দলের স্কোর ৪০ রান। আশা করা যাচ্ছে টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ডের স্কোর তাড়া করেই ম্যাচ জিতবে ভারতীয় দল। রাঁচি টেস্ট জিতলে সিরিজও জিতে যাবে ভারত৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2024 8:32 AM IST