মাত্র ১ টাকায় ইডলি বিক্রি করেন ৮০ বছরের বৃদ্ধা, মাহিন্দ্রার মালিকের বড়সড় অফার

Last Updated:

তবে এবার ঘুরতে চলেছে তাঁর ভাগ্যের চাকা !

#কোয়েম্বাটুর: মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় সব সময়েই মানুষের মন জিততেই থাকেন ৷ এইবার তিনি মন জয় করেছেন তামিলনাড়ুর ৮০ বছর বয়সী এক মহিলার বিষয় নিয়ে ট্যুইট করেছেন ৷ ওই মহিলা উনানে মাত্র ১ টাকায় ইডলি প্রস্তুত করে বিক্রি করেন সেই মহিলার ব্যবসায় বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি ৷
Anand-Mahindra-Tweet
গত ১০ সেপ্টেম্বরে আনন্দ মাহিন্দ্রা একটি ভিডিও ট্যুইট করেছিলেন যেখানে ৮০ বছরের এক বৃদ্ধা উনানে ইডলি রান্না করছিলেন ৷ ওই বৃদ্ধা নিতান্ত গরিবদের জন্য মাত্র ১ টাকায় ইডলি প্রস্তুত করে বিক্রি করছেন ৷ বৃদ্ধার নাম কমলাথল, তিনি কোয়েম্বাটুরের একটি ছোট্ট গ্রামে বসবাস করেন ৷ বিগত ৩০-৩৫ বছর ধরে লাভ ছাড়াই মাত্র ১ টাকায় ইডলি বিক্রি করছেন ৷
advertisement
advertisement
তিনি প্রতিদিন সকালে উঠে ইডলি রান্না করে বিক্রি করতে যান ৷ যাতে কোনও কর্মী খালি পেটে যেন কাজ না শুরু করেন ৷ এই ব্যবসা শুরু করেছিলেন মাত্র ৫০ পয়সায় ইডলি দিয়ে সঙ্গে পাওয়া যায় সাম্বার ও চাটনি ৷ এরপরেই চাহিদার সঙ্গে পাল্লা দিতে অনেক বছর পরে ইডলির দাম হয়েছে ৫০ পয়সা থেকে ১ টাকা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মাত্র ১ টাকায় ইডলি বিক্রি করেন ৮০ বছরের বৃদ্ধা, মাহিন্দ্রার মালিকের বড়সড় অফার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement