• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • কাশ্মীরে পাক বুলেটে শহিদ বাঙালি জওয়ান সহ ২

কাশ্মীরে পাক বুলেটে শহিদ বাঙালি জওয়ান সহ ২

ছবিটি প্রতীকী ও সংগৃহীত

ছবিটি প্রতীকী ও সংগৃহীত

শহিদ বিএসএফ জওয়ান প্রসেনজিত বিশ্বাসের বাড়ি নদিয়ার হোগলবেড়িয়ায়৷ বিএসএফ-এর তরফে খবর পাঠানো হয়েছে প্রসেনজিতের বাড়িতে৷ বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা নাগাদ মাচিল সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান৷ পাক বুলেটে মৃত্যু হয়েছে দুই সেনা জওয়ানের৷

 • Share this:

  #শ্রীনগর: পাক সেনার গুলিতে জম্মু-কাশ্মীরে শহদি বাঙালি জওয়ান প্রসেনজিত বিশ্বাস৷ শহিদ হয়েছেন রাজেশ কুমার নামে আরেক সেনা জওয়ান৷ বৃহস্পতিবার রাতে সীমান্তে নিয়ন্ত্রণরেখার কাছে কুপওয়ারার মাচিল সেক্টরে হামলা চালায় পাক সেনা৷ পাল্টা জবাব দেয় ভারতও৷ আরেক জওয়ান গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি৷

  শহিদ বিএসএফ জওয়ান প্রসেনজিত বিশ্বাসের বাড়ি নদিয়ার হোগলবেড়িয়ায়৷ বিএসএফ-এর তরফে খবর পাঠানো হয়েছে প্রসেনজিতের বাড়িতে৷ বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা নাগাদ মাচিল সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান৷ পাক বুলেটে মৃত্যু হয়েছে দুই সেনা জওয়ানের৷

  গত ২৪ ঘণ্টায় এই নিয়ে ৩ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনার উপর হামলা চালাল পাকিস্তান৷ শুক্রবারও উরি সেক্টরে হামলা চালিয়েছে পাকিস্তান৷

  First published: