#AmitShahToNews18: মহারাষ্ট্রের নির্বাচনে ‘নরেন্দ্র-দেবেন্দ্র’ জুটিই তুরুপের তাস: অমিত শাহ
Last Updated:
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দারুণ ফল করবে বিজেপি ৷ News18 Network-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল যোশীকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷
#নয়াদিল্লি: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দারুণ ফল করবে বিজেপি ৷ News18 Network-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল যোশীকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ মহারাষ্ট্রে বিজেপি কেমন ফল করবে তা নিয়ে আলোচনায় এদিন অমিত শাহ জানান, বিজেপি-শিবসেনা জোট এবার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে সফল হবে ৷ মোট কত আসন বিজেপি পেতে পারে এই নির্বাচনে ৷ এই প্রশ্নের উত্তরে অবশ্য অমিত শাহ জানান, কোনও সংখ্যা বলাটা হয়তো এখনই ঠিক হবে না ৷ কিন্তু এবারের মহারাষ্ট্র নির্বাচনে যে গতবারের চেয়েও ভাল ফল করবে বিজেপি, সে বিষয় কোনও সন্দেহ নেই ৷
তবে এই প্রসঙ্গে অমিত শাহ জানান, ‘মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে দেবেন্দ্র ফদনবিস ও নরেন্দ্র মোদির জুটিই আসলে তুরুপের তাস ৷ এই জুটি মানেই উন্নয়ন৷ যা কিনা বার বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর বক্তব্যে তুলে ধরেছেন ৷ মানুষের পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্রের উন্নয়নকেই একমাত্র পাখির চোখ হিসেবে দেখছে বিজেপি এক্ষেত্রে ৷’
এই প্রসঙ্গে অমিত শাহ আরও জানান, ‘পূর্বতন সরকার মহারাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পাঁচ বছরে ১.২২ লক্ষ কোটি টাকা প্রদান করেছিল ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি প্রায় তিনগুণ অর্থাৎ ৪.৭৮ লক্ষ কোটি টাকা আগামী ২০ বছরের জন্য সার্বিক উন্নয়নে কাজে লাগাতে চায় ৷ তবে শুধু সার্বিক উন্নয়নই নয়, অতীতে যেভাবে মহারাষ্ট্রের রাজনীতিতে দুর্নীতি ঢুকেছিল ৷ তা দূর করাই প্রধান লক্ষ্য মোদি সরকারের ৷’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2019 9:04 AM IST