জল সঞ্চয় করা কেবল সরকারের নয় প্রত্যেক মানুষের দায়িত্ব, Mission Paani অনুষ্ঠানে বললেন অমিতাভ বচ্চন

Last Updated:

News 18 এর এই উদ্যোগকে ঐতিহাসিক আখ্যা দিয়ে দেশের সমস্ত মানুষের কাছে জল বাঁচানোর আর্জি জানালেন বিগ বি ৷

#নয়াদিল্লি: জল সঙ্কট নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য News 18 এর অভিনব পদক্ষেপ Mission Paani ৷ ক্যাম্পেন অ্যাম্বাসেডর অমিতাভ বচ্চন এদিন মিশন পানি অনুষ্ঠানটি লঞ্চ করেন ৷ News 18 এর এই উদ্যোগকে ঐতিহাসিক আখ্যা দিয়ে দেশের সমস্ত মানুষের কাছে জল বাঁচানোর আর্জি জানালেন বিগ বি ৷
এদিন অনুষ্ঠানে তিনি বলেন, ‘জলই জীবন ৷ জল থাকলে জীবন থাকবে ৷ আগামী দিনে যদি জল শেষ হয়ে যায় ভাবুন তো কী হবে ? এটা ভেবেই আমরা ভয় পেয়ে যায় ৷ জল সঞ্চয় করা কেবল কোনও সরকার বা সংগঠনের নয় বরং প্রত্যেক মানুষের দায়িত্ব ৷ এক এক করে প্রত্যেক মানুষের এই উদ্যোগে যোগ দেওয়া উচিৎ ৷’
advertisement
তিনি আরও বলেন, ‘এই ধরনের ক্যাম্পেন দেশের মানুষের কাছে ভাল বার্তা পৌঁছে দেয় এবং তাদের সচেতন করে তুলতে সাহায্য করে থাকে ৷ দেশ থেকে পোলিও শেষ করতে প্রায় ৮ বছর সময় লেগে গিয়েছিল ৷ এই কাজটি কোনও সহজ কাজ ছিল না ৷ কিন্তু আমরা তাতে সফল হয়েছি ৷ আমরা এখন জল সঙ্কট থেকে দেশকে বাঁচানোর প্রয়াসে আছি ৷ এবং আমরা এখানেও সফল হব ৷’
advertisement
advertisement
এর পাশাপাশি জল সঞ্চ করার একাধিক টিপসও দিয়েছেন বলিউডের শাহেনশাহ ৷ সকল দেশবাসীর কাছে বাথরুমে জল অপচয় কমানোর আবেদন জানিয়েছেন তিনি ৷ শাওয়ারের বদলে বাল্টিতে জল ভরে স্নান করার পরামর্শ দিয়েছেন কারণ এতে কম জল নষ্ট হয় ৷ তিনি বলেন প্রত্যেক মানুষ বছরে আনুমানিক ১৪০ বাল্টি জল ব্যবহার করে থাকে ৷ আমাদের এই সংখ্যা কম করতে হবে ৷ কারণ জল থাকলে কাল থাকবে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জল সঞ্চয় করা কেবল সরকারের নয় প্রত্যেক মানুষের দায়িত্ব, Mission Paani অনুষ্ঠানে বললেন অমিতাভ বচ্চন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement