রাহুল ইমরানের তোতাপাখি, পাকিস্তানের ভাষায় কথা বলছে: অমিত শাহ

Last Updated:

পাকিস্তানের ভাষায় কথা বলছেন রাহুল গান্ধি সহ বিরোধীরা ৷ CAA নিয়ে বিরোধীদের এই ভাষাতেই আক্রমণ অমিত শাহের ৷

#লখনউ: পাকিস্তানের ভাষায় কথা বলছেন রাহুল গান্ধি সহ বিরোধীরা ৷ CAA নিয়ে বিরোধীদের এই ভাষাতেই আক্রমণ অমিত শাহের ৷ লখনউয়ের রামকথা পার্কে নাগরিকত্ব আইনের সমর্থনে আয়োজিত বিশাল জনসভা থেকে CAA বিরোধীদের এক হাত নিলেন অমিত শাহ ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের তোতাপাখি বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ বলেন, ‘ইমরানের ভাষায় কথা বলছেন রাহুল ৷’
নাগরিকত্ব আইন নিয়ে মমতা, রাহুল কেজরিওয়ালের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ জনসভায় মমতা-রাহুলকে খোলা চ্যালেঞ্জ অমিত শাহের, ‘মমতা আমার সঙ্গে বসুন ৷ আমি বোঝাব CAA কী ৷ রাহুলের সঙ্গেও কথা বলতে রাজি ৷ যে কোনও জায়গায় বিতর্কে রাজি ৷’ তাঁর অভিযোগ, ‘CAA হিংসায় বিরোধীদের ইন্ধন রয়েছে ৷ মোদি CAA আইন এনেছেন ৷ তাঁর বিরোধিতায় মমতা, কেজরিওয়াল, রাহুল, মায়াবতীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন ৷ তারা এই ভোট ব্যাঙ্কের রাজনীতিতেই আটকে রয়েছেন ৷ এই আইনের প্রয়োজনীয়তা বুঝছেন না ৷’
advertisement
এখানেই শেষ নয়, বিরোধীদের উদ্দেশ্যে অমিত শাহের তোপ, ‘পাকিস্তানে বহু সংঘ্যালঘুকে হত্যা করা হচ্ছে ৷ সংখ্যালঘু হত্যায় বিরোধীরা কোথায় ৷ ভোটব্যাঙ্কের জন্য অন্ধ বিরোধীরা ৷ দলিত বাঙালির নাগরিকত্বে বিরোধিতা করছেন মমতা ৷ বিরোধিতা করাই বিরোধীদের অভ্যাস ৷ ৩৭০ বাতিল হজম হয়নি ৷ ভারতকে টুকরো করার আওয়াজ উঠছে ৷ অখিলেশ-লালু বিজেপি বিরোধিতা করুন ৷’ শুধু বিরোধীরাই নয়, আন্দোলনকারীদের উদ্দেশ্যে অমিত শাহের হুঁশিয়ারি, ‘ভারত বিরোধিতা করবেন না ৷ দেশবিরোধী কথা বললেই জেল ৷’
advertisement
advertisement
নাগরিকত্ব আইনের সভামঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর খোলা চ্যালেঞ্জ, ‘মমতা আমার সঙ্গে বসুন ৷ আমি বোঝাব CAA কী ৷ রাহুলের সঙ্গেও কথা বলতে রাজি ৷ বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে ৷যে কোনও জায়গায় বিতর্কে রাজি ৷’
নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে সোচ্চার গোটা দেশ ৷ দিল্লির শাহিনবাগ থেকে কলকাতার পার্কসার্কাস প্রতিবাদের আগুন জ্বলছে ভারতের বিভিন্ন প্রান্তেই ৷ দক্ষিণ থেকে উত্তর-পূর্ব ভারত আন্দোলনের আঁচ স্তিমিত হওয়ার নামই নিচ্ছে না ৷ মাস খানেকেরও বেশি সময় ধরে চলতে থাকা বিক্ষোভ আন্দোলনেও মনোভাব বদলাচ্ছে না কেন্দ্র ৷  লখনউয়ের দাঁড়িয়ে আরও একবার আন্দোলনকারীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হুঁশিয়ারি, ‘যত খুশি আন্দোলন করুন CAA থেকে এক পাও পিছোব না’৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাহুল ইমরানের তোতাপাখি, পাকিস্তানের ভাষায় কথা বলছে: অমিত শাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement