Amit Shah in Kashmir: বুলেট প্রুফ আবরণ সরিয়ে কাশ্মীরবাসীর মন জয়ের চেষ্টা, সিআরপিএফ ক্যাম্পে রাত্রিবাস অমিত শাহের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কাশ্মীরের আম নাগরিকদের মন জয়ের পাশাপাশি এ দিন কেন্দ্রীয় সশস্ত্র আধা সামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করেও তাঁদের মনোবল বৃদ্ধি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah in Kashmir)৷
#শ্রীনগর: কাশ্মীরের মানুষের মন জয়ে মরিয়া অমিত শাহ৷ তিন দিনের সফরে ইতিমধ্যেই জঙ্গিদের গুলিতে নিহত পুলিশ অফিসারের বাড়িতে গিয়ে দেখা করেছেন৷ জম্মু কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার বার্তাও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)৷ সোমবার শ্রীনগরে একটি অনুষ্ঠানে কাশ্মীরবাসীর আস্থা অর্জনে নিজের নিরাপত্তাতেও আপোস করলেন অমিত শাহ (Amit Shah in Kashmir)৷
এ দিন শ্রীনগরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিত শাহ (Amit Shah removes bullet proof security in Kashmir)৷ সেখানেই কাশ্মীরবাসীর সঙ্গে খোলাখুলি কথা বলার জন্য মঞ্চেতার জন্য রাখা কাচের বুলেটপ্রুফ আবরণ সরিয়ে ফেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এ দিন শের-ই-কাশ্মীর কনভেনশন সেন্টারের ওই অনুষ্ঠানে উপস্থিত হন অমিত শাহ৷ তার সঙ্গে ছিলেন জম্মু কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা৷ মঞ্চে উঠেই নিরাপত্তাকর্মীদের কাচের আবরণ সরিয়ে দেওয়ার নির্দেশ দেন শাহ৷
advertisement
प्रधानमंत्री @narendramodi जी के नेतृत्व में आज जम्मू-कश्मीर शांति, स्थिरता, विकास व समृद्धि के मार्ग पर चलकर आत्मनिर्भर भारत के निर्माण में बढ़चढ़कर अपना योगदान दे रहा है।
J&K की गरीब जनता को विकास की मुख्यधारा से जोड़कर उनके जीवन में परिवर्तन लाने हेतु मोदी सरकार वचनबद्ध है। pic.twitter.com/blEu4VmOhl — Amit Shah (@AmitShah) October 25, 2021
advertisement
advertisement
পরে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, 'অনেকেই আমার নিন্দা করেছেন, আমার উপর ক্ষোভ প্রকাশ করেছেন৷ আজ আমি আপনাদের সঙ্গে খোলাখুলি কথা বলতে চাই৷ সেই কারণেই এখানে কোনও বুলেটপ্রুফ আবরণ নেই, নিরাপত্তাও নেই৷ আমি আপনাদের সামনে এ ভাবেই উপস্থিত হয়েছি৷'
advertisement
ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার কথা উল্লেখ করে শাহ আরও বলেন, 'ফারুখ আবদুল্লাহ আমাকে পাকিস্তানের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু আমি ফারুখ সাহেব এবং আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই- পাকিস্তান নয়, আমি উপত্যকার যুব সম্প্রদায় এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাই৷' বক্তব্যের শেষে অনুষ্ঠান স্থলে হাজির আমজনতার কাছেও চলে যান শাহ৷ অনেকের সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাঁকে৷
advertisement
কাশ্মীরের আম নাগরিকদের মন জয়ের পাশাপাশি এ দিন কেন্দ্রীয় সশস্ত্র আধা সামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করেও তাঁদের মনোবল বৃদ্ধি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ পুলওয়ামার লেথপোরায় সিআরপিএফ ক্যাম্পে গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করে একসঙ্গে নৈশভোজ সারেন শাহ৷ ট্যুইটারে অমিত শাহ জানান, 'আধা সেনার জওয়ানদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম৷ তাঁদের সঙ্গে দেখা করে তাঁদের কঠিন মনোভাব এবং সাহসিকতা সামনে থেকে দেখতে চেয়েছিলাম৷ সেই কারণেই পুলওয়ামার লোথপোরায় সিআরপিএফ ক্যাম্পে সাহসী জওয়ানদের সঙ্গে খাওয়াদাওয়া সেরে সেখানেই রাতে বিশ্রাম নেব৷'
advertisement
मैं अर्धसैनिक बलों के जवानों के साथ समय बिताना चाहता था, उनसे मिलकर उनके अनुभव और कठिनाइयों को जानना और जज़्बे को देखना चाहता था। इसलिए पुलवामा के लेथपोरा सीआरपीएफ कैम्प में अपने बहादुर जवानों के साथ भोजन किया व आज का रात्रि विश्राम भी कैम्प में जवानों के साथ करूँगा। @crpfindia pic.twitter.com/PJ4qxnnhAk
— Amit Shah (@AmitShah) October 25, 2021
advertisement
সিআরপিএফ জওয়ানদের প্রশংসা করে অমিত শাহ বলেন, ৩৭০ ধারা প্রত্যাহারের পর কাশ্মীরে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছিল৷ কিন্তু সিআরপিএফ জওয়ানদের দক্ষতার কারণেই উপত্যকার কোনও জায়গায় গুলি চালাতে হয়নি, যা অত্যন্ত গর্বের বিষয়৷ কাশ্মীরের উন্নয়নে সিআরপিএফ-এর ভূমিকা অনস্বীকার্য বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2021 2:14 AM IST