Amit Shah: বিরোধীদের ভাষা গণতন্ত্রের শিকড় দুর্বল করছে, ভোটের মাধ্যমে শাস্তি দিন: অমিত শাহ

Last Updated:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী নেতাদের তীব্র সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে 'নিচুস্তরের রাজনীতি' ও 'ব্যক্তিগত আক্রমণ' করা হচ্ছে, যা ভারতের গণতন্ত্রের ভিত্তি দুর্বল করছে

'Punish Them In Elections’: Amit Shah Says Opposition’s Language Is Weakening Democracy’s Roots
'Punish Them In Elections’: Amit Shah Says Opposition’s Language Is Weakening Democracy’s Roots
নয়া দিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী নেতাদের তীব্র সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘নিচুস্তরের রাজনীতি’ ও ‘ব্যক্তিগত আক্রমণ’ করা হচ্ছে, যা ভারতের গণতন্ত্রের ভিত্তি দুর্বল করছে। নেটওয়ার্ক ১৮-এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, একদিকে মোদির জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক, অন্যদিকে বিরোধী নেতা রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা বারবার তাঁকে কটূক্তি করছেন—এই দুই বিপরীত বিষয়টি তিনি কেমনভাবে দেখেন? উত্তরে শাহ বলেন, রাজনীতি নীতি-আদর্শ থেকে সরে গিয়ে যখন ব্যক্তিগত আক্রমণের স্তরে নেমে আসে, সেটি অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’। তাঁর ভাষায়, “এ ধরনের নিম্নশ্রেণীর রাজনীতি গণতন্ত্রে এক ধরনের টার্মাইটের মতো — মূল থেকে খেয়ে ফেলে। যারা এমন ভাষা ব্যবহার করেন এবং এমন রাজনীতিকে উৎসাহিত করেন, তাদের মানুষ শাস্তি দেবে।”
শাহ বলেন, বিরোধী দলের কাজ হল দুর্নীতি ফাঁস করা, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাদের কাছে কোনও প্রমাণ নেই, তাই তারা ব্যক্তিগত আক্রমণের আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, “যদি কোনও ব্যক্তি দুর্নীতিগ্রস্ত কাজে লিপ্ত হয়, তা ব্যক্তিগত বিষয় নয়। এটি জনসাধারণের বিষয়, এবং বিরোধীদের দায়িত্ব হল দুর্নীতি প্রকাশ করা। কিন্তু তারা যখন দুর্নীতির প্রমাণ খুঁজে পায় না, তখন তারা ভিত্তিহীন কথা বলে, কটূক্তি করে। ”
advertisement
অমিত শাহের ভাষায়, ”ভোটারদের উচিত ব্যালট বাক্সে এমন নেতাদের জবাব দেওয়া। এমন মানুষদের নির্বাচনেই শাস্তি দেওয়া উচিত। সংসদই হল সবচেয়ে বড় পঞ্চায়েত’
advertisement
। শাহ সংসদকে ভারতের ‘সবচেয়ে বড় পঞ্চায়েত’ বলে উল্লেখ করেন। তাঁর অভিষোগ, বিরোধী সাংসদরা সংসদের মর্যাদার ঠিক উল্টো কাজ করছেন। সেশনের প্রথম দিন থেকেই তারা কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করেছেন, এমনকি যখন ‘বন্দে মাতরম’ ধ্বনি উঠেচিল, তখনও। পরে আবার দাবি করেছেন যে তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। শাহ জানান, অনেক সময়ই স্পিকার সময় বেঁধে দিলেও বিরোধীরা ওয়াকআউট করেছেন, হাউসে আলোচনার বদলে রাজনৈতিক কটাক্ষ করেছেন এবং বারবার নিয়ম ভেঙেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah: বিরোধীদের ভাষা গণতন্ত্রের শিকড় দুর্বল করছে, ভোটের মাধ্যমে শাস্তি দিন: অমিত শাহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement