Amit Shah: ‘সোনিয়া গান্ধি ও লালু প্রসাদকে বলে দিন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী পদের জন্য কোনও ভ্যাকেন্সি নেই’, নীতিশ কুমারের পাশে দাঁড়ানোর স্পষ্ট দাবি অমিত শাহের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bihar Assembly Election 2025: তিনি বলেন, মোদি এবং নীতীশ কুমারের "ডাবল-ইঞ্জিন" সরকারের অধীনে গত ১১ বছরে বিহার অসাধারণ অগ্রগতি দেখেছে৷
নয়াদিল্লি: বিহারে এনডিএ ক্ষমতায় ফিরলে কে মুখ্যমন্ত্রী হবেন, সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের মত সর্বসমক্ষে এনে দিয়েছেন। বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারেই অমিত শাহ নিজের বিশাল আস্থা রেখেছেন৷ তাঁর ভোট তিনি নীতিশ কুমারের প্রতি কোনও দ্বিধাদ্বন্দ্ব না রেখে পরিষ্কার করে দিয়েছেন৷ ন্যাশানাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) তাঁর নেতৃত্বেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাতে কোনও বিভ্রান্তি নেই বলে জানিয়ে দিয়েছেন অমিত শাহ৷
বিহারের বিধানসভা নির্বাচনের আগে নিউজ১৮ ‘সবসে বড় দঙ্গল’-এ Network18 Group Editor-in-Chief রাহুল জোশীকে শাহ বলেন “বিহারে মুখ্যমন্ত্রীর কোনও পদ শূন্য নেই, এখানে কোনও বিভ্রান্তি নেই। আমি শুধু বলেছি যে আমরা নীতীশ কুমারের নেতৃত্বে নির্বাচন লড়ছি৷” এনডিএ ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রী কে হবেন জানতে চাইলে, শাহ মহাগঠবন্ধনের গভীরে লুকিয়ে থাকা “পরিবারতান্ত্রিক” রাজনীতির উপর কটাক্ষ হানেন। তিনি বলেন যে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব চান তার ছেলে তেজস্বী যাদব বিহারের মুখ্যমন্ত্রী হন; এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী চান তার ছেলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হন।
advertisement
আরও পড়ুন – Shreyas Iyer Update: ‘নার্সদের সঙ্গে এখনই ইয়ার্কি মারছে’- অস্ট্রেলিয়ায় দ্রুত সেরে উঠছেন শ্রেয়স
advertisement
তিনি বলেন, “লালুজী চান তাঁর ছেলে মুখ্যমন্ত্রী হোক, আর সোনিয়াজির মতে, তাঁর ছেলে প্রধানমন্ত্রী হোক। ” তিনি আরও বলেন, ‘‘আমি তাঁদের উভয়কেই বলতে চাই যে বিহার বা দিল্লিতে কোনও জায়গা খালি নেই; দিল্লিতে মোদীজি আছেন এবং বিহারে আছেন নীতীশ কুমারজি৷” তিনি পরিষ্কার করে বলে দেন, বিহার নির্বাচনে নীতীশ কুমারের অধীনে ভোটে লড়াই করা হচ্ছে।
advertisement
তিনি বলেন, মোদি এবং নীতীশ কুমারের “ডাবল-ইঞ্জিন” সরকারের অধীনে গত ১১ বছরে বিহার অসাধারণ অগ্রগতি দেখেছে৷ তিনি আরও বলেন, “১১ বছরে, ৮৫.২ মিলিয়ন (৮ কোটি ৫২ লক্ষ) মানুষ ৫ কেজি বিনামূল্যে খাদ্যশস্য পেয়েছে, জন ধন যোজনার আওতায় ৬.৬০ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। নীতীশ কুমার তার সরকারের গত ১১ বছরে বিহারকে ‘জঙ্গলরাজ’ থেকে মুক্ত করেছেন৷”
advertisement
বিরোধী দলনেতা তেজস্বী যাদব এনডিএকে আক্রমণ করে বলেছিলেন যে, বিজেপি ক্ষমতায় ফিরলে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করবে না, তার একদিন পরই অমিত শাহ নিজেদের অবস্থান সর্বসমক্ষে পরিষ্কার করে দেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2025 9:51 PM IST

