Suvendu Adhikari Amit Shah meeting: দিল্লিতে গভীর রাত পর্যন্ত শুভেন্দু-সুকান্তর সঙ্গে বৈঠকে অমিত শাহ, জল্পনা তুঙ্গে

Last Updated:

অমিত শাহকে রিপোর্ট দেওয়ার পাশাপাশি সোমবার দিল্লিতে আরএসএস-এর বৈঠকেও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী৷

শুভেন্দু-সুকান্তর সঙ্গে অমিত শাহের বৈঠক ঘিরে জল্পনা৷
শুভেন্দু-সুকান্তর সঙ্গে অমিত শাহের বৈঠক ঘিরে জল্পনা৷
নয়াদিল্লি: গতকালই দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করে রাজ্যে ফিরেছিলেন শুভেন্দু অধিকারী৷ চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের তাঁকে দিল্লিতে তলব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সোমবার রাতেই ফের একবার শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দিল্লিতে নিজের বাসভবনে বৈঠক করবেন অমিত শাহ৷ তড়িঘড়ি ফের বৈঠকের কী প্রয়োজন হল, তা নিয়ে দিল্লি এবং রাজ্যের রাজনৈতিক মহলে জোর জল্পনা ছড়িয়েছে৷ শোরগোল পড়ে গিয়েছে রাজ্য বিজেপি-র অন্দরেও৷
গতকালই পঞ্চায়েত ভোটের ফলাফলের ভিত্তিতে পশ্চিমবঙ্গে বিজেপি-র সাংগঠনিক অবস্থা নিয়ে অমিত শাহকে রিপোর্ট দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কোথায় কোথায় ভাল ফল করেছে, লোকসভা নির্বাচনের আগে কোন এলাকায় বিজেপি-র সংগঠন মজবুত করার উপরে জোর দেওয়া উচিত, সেসবই ছিল ওই রিপোর্টে৷
advertisement
advertisement
অমিত শাহকে রিপোর্ট দেওয়ার পাশাপাশি সোমবার দিল্লিতে আরএসএস-এর বৈঠকেও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী৷ এর পর কলকাতায় ফিরে আসেন তিনি৷ তার পর সোমবার ফের অমিত শাহের সঙ্গে বৈঠকের জন্য ডাক পড়ে বিরোধী দলনেতার৷ বিকেলেই দিল্লি উড়ে যান শুভেন্দু অধিকারী৷
তড়িঘড়ি কেন তাঁকে দিল্লিতে তলব করা হল তা নিয়ে কোনও মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী৷ তবে রওনা দেওয়ার আগে ইঙ্গিত দিয়েছেন, লোকসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে রণকৌশল কী হবে, তা এই বৈঠক থেকেই ঠিক করে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ বিশেষত তৃণমূল সহ বিরোধীরা ইন্ডিয়া জোট তৈরি করার পর রাজ্যে বিজেপি-র আক্রমণের অভিমুখ কী হবে, তাও ঠিক করে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
advertisement
সোমবার রাত দশটা থেকে অমিত শাহের বাসভবনে এই বৈঠক শুরুর কথা ছিল৷ তবে বৈঠক শুরু হয় পৌনে এগারোটা নাগাদ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, গভীর রাত পর্যন্ত বৈঠক চলেছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Suvendu Adhikari Amit Shah meeting: দিল্লিতে গভীর রাত পর্যন্ত শুভেন্দু-সুকান্তর সঙ্গে বৈঠকে অমিত শাহ, জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement