UPSC Aspirant Death: ‘উই ওয়ান্ট জাস্টিস’, ছাত্র মৃত্যুর ঘটনা রাজধানীতে ক্ষোভের আঁচ, বিক্ষোভ প্রদর্শন পড়ুয়াদের

Last Updated:

UPSC Aspirant Death: দিল্লির ছাত্র মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি প্রশাসন৷ বুলডোজার দিয়ে একের পর এক অবৈধ কোচিং সেন্টার ভেঙে ফেলা হয়েছে৷ নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে গড়ে ওঠা অংশগুলোকে যুদ্ধকালীন তৎপরতায় ভেঙে ভেঙে ফেলা হয়েছে৷

ইউপিএসসি ছাত্র মৃত্যুতে দিল্লিতে বিক্ষোভের আঁচ (Image: @AddarshK/X)
ইউপিএসসি ছাত্র মৃত্যুতে দিল্লিতে বিক্ষোভের আঁচ (Image: @AddarshK/X)
দিল্লি: দিল্লিতে ইউপিএসসি পড়ুয়ৈাদের মৃত্যুর ঘটনায়, রাজধানীতে গত কয়েকদিন ধরেই ক্ষোভের আঁচ রয়েছে৷ এই ঘটনায় ইউপিএসসি প্রার্থীরা দিল্লির মুখার্জি নগরে এক ইউপিএসসি কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে৷
দিল্লির ছাত্র মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি প্রশাসন৷ বুলডোজার দিয়ে একের পর এক অবৈধ কোচিং সেন্টার ভেঙে ফেলা হয়েছে৷ নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে গড়ে ওঠা অংশগুলোকে যুদ্ধকালীন তৎপরতায় ভেঙে ভেঙে ফেলা হয়েছে৷
advertisement
প্রসঙ্গত, অতিরিক্ত বৃষ্টির জন্য দিল্লি শহর জলে প্লাবিত হয়েছিল৷ এর ফলে রাজেন্দ্রনগরে এক ইউপিএসসির কোচিং সেন্টার জলমগ্ন হয়ে পড়ার কারণে বেশ কয়েকজন পড়ুয়া বেসমেন্টে আটকে পড়ে৷এই ঘটনায় তিনজন পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া যায়৷
advertisement
advertisement
এবার এই ঘটনায় রাজধানী রীতিমতো ছাত্রদের প্রতিবাদে সরগরম হয়ে উঠল৷ যে প্রতিষ্ঠানে এই দুর্ঘটনাটি ঘটে তার সামনে ইউপিএসসি প্রার্থীরা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেছে৷
সেই বিক্ষোভ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্ররা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিচ্ছে৷ ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক তরজাও ঢুকে পড়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
UPSC Aspirant Death: ‘উই ওয়ান্ট জাস্টিস’, ছাত্র মৃত্যুর ঘটনা রাজধানীতে ক্ষোভের আঁচ, বিক্ষোভ প্রদর্শন পড়ুয়াদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement