আর ক'দিনের মধ্য়েই তো হাতে পাচ্ছেন! তার আগে জেনে নিন নতুন ₹১০০-এ কী কী নতুন?

Last Updated:

নতুন এই নোটের অন্যতম বৈশিষ্ট হল, মহাত্মা গান্ধীর জলছবি, আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের সই ছাড়াও থাকছে, গুজরাতের UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 'রানি কি ভাভ'-এর মোটিফ৷

#নয়াদিল্লি: আসছে নতুন ১০০ টাকার নোট ৷ ল্যাভেন্ডার রঙের এই নোট নিয়ে একাধিক জিজ্ঞাসা মানুষের মধ্যে ৷ নতুন এই নোটের অন্যতম বৈশিষ্ট হল, মহাত্মা গান্ধীর জলছবি, আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের সই ছাড়াও থাকছে, গুজরাতের UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 'রানি কি ভাভ'-এর মোটিফ৷
দেখে নেওয়া যাক নতুন ১০০ টাকার নোটের বৈশিষ্টগুলি৷
১. মহাত্মা গান্ধীর ছবি থাকবে নোটের মাঝখানে ৷
advertisement
২. দেবনাগরী হরফে লেখা থাকবে ১০০ ৷
৩. ‘RBI’, ‘भारत’, ‘India’ ও ‘100’ থাকবে মাইক্রো লেটারে ৷
৪. উঁচু করে নোটটি ধরলে ‘भारत’ ও RBI লেখাটির রং পরিবর্তন হবে ৷ সবুজ থেকে নীল৷
৫. মাঝখানে মহাত্মা গান্ধীর ছবির ডান দিকে থাকছে গ্যারান্টি ক্লজ, গভর্নরের সই, প্রমিস ক্লজ ইত্যাদি৷
advertisement
৬. দৃষ্টিহীনদের সুবিধার্থে মহাত্মা গান্ধী ছবি, অশোক স্তম্ভ, ১০০ মাইক্রো-টেক্সটের সঙ্গে তেরঙা আইডেন্টিফিকেশন মার্ক রেইজড পেন্টিংয়ে থাকছে৷
নোটটির উল্টো পিঠে--
৭. বাঁ দিকে থাকবে ছাপার বছর লেখা ৷
৮. স্বচ্ছ ভারত লোগো ও সঙ্গে স্লোগান থাকবে ৷
৯. ভাষা প্যানেল ৷
১০. দেবনাগরী হরফে থাকবে ১০০ লেখা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আর ক'দিনের মধ্য়েই তো হাতে পাচ্ছেন! তার আগে জেনে নিন নতুন ₹১০০-এ কী কী নতুন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement