West Bengal Assembly Election 2021: সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র এবার একতলায়, জানাল কমিশন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
সুনীল অরোরা আরও একবার জানিয়ে দিয়েছেন, সিভিক পুলিস, গ্রিন পুলিস ভোটগ্রহণ কেন্দ্রে কোনও দায়িত্বে থাকবে না।
#শিলিগুড়ি: প্রথম দফা ভোটের আর বাকি দুদিন। প্রথম দফা ভোটের আগেই বাংলা সফরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। রাজ্যের প্রথম দফা ভোটের আগে জঙ্গলমহল, মেদিনীপুরে ভোটপ্রচার সারছে তৃণমূল ও বিজেপি। তবে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কিন্তু প্রথম দফা ভোটের আগে গেলেন উত্তরবঙ্গ সফরে। অসম থেকে ফিরে সোজা শিলিগুড়িতে হাজির হন তাঁরা। এর পরই উত্তরবঙ্গের আট জেলার জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে আলোচনা করে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। কোভিড পরিস্থিতিতে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা আসল চ্যালেঞ্জ। এদিনও সেকথা শোনা গেল সুনীল অরোরার মুখে।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই সুনীল অরোরা জানান, এবার সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র হবে একতলায়। কোভিড নিয়ম মেনে চলবে নির্বাচন পর্ব। দেশে আরও একবার করোনার প্রকোপ বাড়ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা করাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে কমিশন। ভোটগ্রহণ কেন্দ্রে কোভিড বিধি মানতে হবে বলেও জানিয়েছে কমিশন।
advertisement
এদিন সুনীল অরোরা আরও জানিয়েছেন, রাজ্যে বিধানসভা নির্বাচন পরিচালনার জন্য ২০৯ জন সাধারণ পর্যবেক্ষক থাকবেন। এছাড়া ৫৪ জন পুলিশ পর্যবেক্ষককে দায়িত্বে রাখা হবে। শান্তিপূর্ণ ও অবাধ ভোট করতে বদ্ধপরিকর কমিশন। এদিন সুনীল অরোরা আরও একবার জানিয়ে দিয়েছেন, সিভিক পুলিস, গ্রিন পুলিস ভোটগ্রহণ কেন্দ্রে কোনও দায়িত্বে থাকবে না। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিল কমিশন। ভোটের আগে সন্ত্রাস দমনেও কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2021 12:51 PM IST