Protest against Suspension of MPs: প্রথমে ধর্নায় তৃণমূলের সাংসদরা, পরে যোগ দিল অন্য বিরোধী দলও
- Published by:Uddalak B
Last Updated:
Protest in Parliament: রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে কংগ্রেসের দলনেতা মল্লিকাজুর্ন খাড়গে বিরোধী সাংসদদের ক্ষমা করে সাসপেনশন প্রত্যাহারের আবেদন করেন।
#নয়াদিল্লি : বিরোধী দলের এক ডজন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে তৃণমূলের ধর্না (Protest of TMC MPs) কর্মসূচিতে যোগ দিল অন্যান্য বিরোধীরা। ফলে বিরোধী ঐক্যের ছবি ধরা পড়ল সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে। মঙ্গলবার সকালে রাজ্যসভার (Rajya Sabha) চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে কংগ্রেসের (Congress) দলনেতা মল্লিকাজুর্ন খাড়গে বিরোধী সাংসদদের ক্ষমা করে সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানান। যদিও সেই আবেদন খারিজ করে দেন বেঙ্কাইয়া।
রাজ্যসভার চেয়ারম্যান বলেন, "নিজেদের দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাননি সাংসদরা। আমি বিরোধী দলনেতার আবেদন বিবেচনা করছি না। সাসপেনশন প্রত্যাহার করা হবে না।" এর পরেই ক্ষিপ্ত হয়ে ওয়াক আউট করে কংগ্রেস, সমাজবাদী পার্টি (Samajwadi Party) থেকে শুরু করেন অন্যান্য বিরোধী দলের নেতারা। শেষে ওয়াক আউট করে তৃণমূল কংগ্রেস। এ দিকে, সাসপেনশন প্রতিবাদে আজ সকালে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসেন সাসপেন্ড হওয়া দুই সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী। তৃণমূলের অন্যান্যরাও সেই কর্মসূচিতে যোগদেন। তৃণমূলের তরফে বিক্ষোভ যোগ দেওয়ার জন্য অন্যান্য দলকেও আমন্ত্রণ জানানো হয়। জোড়া ফুল শিবিরের আমন্ত্রণে সাড়া দিয়ে তাদের বিক্ষোভ যোগ দেয় অন্যান্য বিরোধীদলগুলো।
advertisement
advertisement
গতকাল রাতেই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছিলেন, সাসপেন্ড হওয়া সাংসদরা আলাদা করে প্রত্যেকে ক্ষমা চাইলে ভেবে দেখা যেতে পারে। যদিও সেই পথে হাঁটেনি বিরোধীরা। সকলের হয়ে ক্ষমা চেয়েছেন বিরোধী দলনেতা মল্লিকাজুর্ন খাড়গে।
advertisement
শাস্তির কোপে পড়া ১২ জন সাংসদের মধ্যে রয়েছেন কংগ্রেসের ৬ জন, সিপিএমের এলামারান করিম, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী ও অনিল দেশাই, সিপিআইয়ের বিনয় বিশ্বম। তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন দোলা সেন এবং শান্তা ছেত্রী। রাজ্যসভার তরফে এই ১২ জন সাংসদের বিরুদ্ধে অধ্যক্ষের পদকে অসম্মান করা, সংসদীয় আইন অগ্রাহ্য করে সংসদের কাজে বিঘ্ন ঘটানো, দুর্ব্যবহার করা, হিংসাত্মক আচরণ করার অভিযোগ আনা হয়েছে। গত বাদল অধিবেশন চলাকালীন ১১ আগস্ট তাঁদের বিরুদ্ধে অসংসদীয় আচরণের অভিযোগ তোলা হয়েছে।
advertisement
রাজীব চক্রবর্তী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2021 5:06 PM IST