হোম /খবর /দেশ /
তাজমহল–সহ সৌধগুলি খুলে যাচ্ছে ৬ জুলাই থেকে, ঘোষিত হল সিদ্ধান্ত

তাজমহল–সহ সৌধগুলি খুলে যাচ্ছে ৬ জুলাই থেকে, ঘোষিত হল সিদ্ধান্ত

তবে সৌধ খুলে গেলেও থাকছে নানারকম বাধানিষেধ। সমস্ত স্বাস্থ্যবিধি এখানেও মেনে চলতে হবে

  • Last Updated :
  • Share this:

#‌নয়াদিল্লি:‌ দেশে এখন আনলক ২ পর্ব চলছে। ধীরে ধীরে দেশের অনেক পরিষেবাই স্বাভাবিক হচ্ছে। তাই এবার কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ বা Archaeological Survey of India (ASI) সিদ্ধান্ত নিয়েছে তাঁদের আওতায় থাকা সমস্ত সৌধগুলিই খুলে দেওয়া হবে আগামী ৬ জুলাই থেকে।

করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই লোকে ভয়ে বাইরে বেরোচ্ছেন না। তারপর সরকারি ভাবে শুরু হয়েছিল লকডাউন। আর লকডাউনের সময় বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত রকমের পরিষেবা। সেই সঙ্গেই বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত রকম ঐতিহাসিক সৌধগুলিও। মার্চের শেষ থেকে সেগুলি এখনও বন্ধই পড়ে আছে।

কিন্তু আনলকের দ্বিতীয় পর্বে Archaeological Survey of India (ASI) সিদ্ধান্ত নিয়েছে এবার ধীরে তাজমহল, লালকেল্লার মতো সমস্ত সৌধ খুলে দেওয়া হবে। দেশে এএসআই সংরক্ষিত সৌধের সংখ্যা ৩,৬৯১। জুনের শুরুতে ধর্মীয় আচার পালন হয় এমন ৮০০টি সৌধ, ইমারত খুলে দিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। এবার বাকি সৌধ খোলার কথা বৃহস্পতিবার জানিয়ে দিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। টুইটারে সে কথা লিখলেন তিনি।

তবে সৌধ খুলে গেলেও থাকছে নানারকম বাধানিষেধ। সমস্ত স্বাস্থ্যবিধি এখানেও মেনে চলতে হবে। করোনা মোকাবিলায় যা যা করা দরকার, তা এখানেও করতে হবে।

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: ASI, Unlock 2