তাজমহল–সহ সৌধগুলি খুলে যাচ্ছে ৬ জুলাই থেকে, ঘোষিত হল সিদ্ধান্ত
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
তবে সৌধ খুলে গেলেও থাকছে নানারকম বাধানিষেধ। সমস্ত স্বাস্থ্যবিধি এখানেও মেনে চলতে হবে
#নয়াদিল্লি: দেশে এখন আনলক ২ পর্ব চলছে। ধীরে ধীরে দেশের অনেক পরিষেবাই স্বাভাবিক হচ্ছে। তাই এবার কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ বা Archaeological Survey of India (ASI) সিদ্ধান্ত নিয়েছে তাঁদের আওতায় থাকা সমস্ত সৌধগুলিই খুলে দেওয়া হবে আগামী ৬ জুলাই থেকে।
করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই লোকে ভয়ে বাইরে বেরোচ্ছেন না। তারপর সরকারি ভাবে শুরু হয়েছিল লকডাউন। আর লকডাউনের সময় বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত রকমের পরিষেবা। সেই সঙ্গেই বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত রকম ঐতিহাসিক সৌধগুলিও। মার্চের শেষ থেকে সেগুলি এখনও বন্ধই পড়ে আছে।
सांची (मध्यप्रदेश),पुराना किला (दिल्ली),खजुराहो (विश्व धरोहर) के प्रतीकात्मक चित्र।मैने @MinOfCultureGoI @ASIGoI के साथ निर्णय लिया है कि आगामी ६जुलाई से सभी स्मारकों को पूर्णसुरक्षा के साथ खोले जा सकता है @PMOIndia @JPNadda @incredibleindia @tourismgoi @MinOfCultureGoI @BJP4MP pic.twitter.com/opPzj5Mg7l
— Prahlad Singh Patel (@prahladspatel) July 2, 2020
advertisement
advertisement
কিন্তু আনলকের দ্বিতীয় পর্বে Archaeological Survey of India (ASI) সিদ্ধান্ত নিয়েছে এবার ধীরে তাজমহল, লালকেল্লার মতো সমস্ত সৌধ খুলে দেওয়া হবে। দেশে এএসআই সংরক্ষিত সৌধের সংখ্যা ৩,৬৯১। জুনের শুরুতে ধর্মীয় আচার পালন হয় এমন ৮০০টি সৌধ, ইমারত খুলে দিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। এবার বাকি সৌধ খোলার কথা বৃহস্পতিবার জানিয়ে দিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। টুইটারে সে কথা লিখলেন তিনি।
advertisement
তবে সৌধ খুলে গেলেও থাকছে নানারকম বাধানিষেধ। সমস্ত স্বাস্থ্যবিধি এখানেও মেনে চলতে হবে। করোনা মোকাবিলায় যা যা করা দরকার, তা এখানেও করতে হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2020 8:33 PM IST