Gujarat Election Result 2022: আজ ভাগ্য নির্ধারণ হতে চলেছে এই ৫ হাইভোল্টেজ নেতার, ফলাফলের অপেক্ষায় দেশ

Last Updated:

দেখে নিন এবার নির্বাচনের সবচেয়ে জনপ্রিয় ৫ জন প্রার্থীকে ৷

#নয়াদিল্লি: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষার ৷ শুরু হতে চলেছে গুজরাত ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল ৷ ইভিএম মেশিনের উপর নির্ভর করছে সমস্ত প্রার্থীর ভাগ্য ৷ প্রায় প্রায় সব এক্সিট পোলেরই পূর্বাভাস, ফের গুজরাতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি৷ হিমাচল প্রদেশের থেকেও সকলের নজর রয়েছে গুজরাতের ফলাফলের উপরে ৷ এবারের নির্বাচনে বেশ কিছু প্রার্থী যেমন হার্দিক প্যাটেল ও ক্রিক্রেটর রবীন্দ্র জাদেজার স্ত্রী হয়ে উঠেছিলেন চর্চার বিষয় ৷ দেখে নিন এবার নির্বাচনের সবচেয়ে জনপ্রিয় ৫ জন প্রার্থীকে ৷
জিগনেশ মেওয়ানি -
বডগাম বিধানসভা আসনের কংগ্রেসের প্রার্থী ৷ দলিত যুব নেতা হিসেবে উঠে আসে জিগনেশ ২০১৭ সালে নির্দল প্রার্থী হিসেবে জয় লাভ করেছিলেন ৷ এবারের নির্বাচনে মুসলিন ও দলিত ভোটব্যাঙ্ক ধরে রাখার তার উপর অনেকটাই দায়িত্ব রয়েছে পার্টির ৷
advertisement
advertisement
ভুপেন্দ্রভাই প্যাটেল-
গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্রভাই প্যাটেল ঘাটলোডিয়া বিধানসভা আসন থেকে দ্বিতীয়বার লড়ছেন ৷ ২০১৭ সালে কংগ্রেসের প্রার্থীকে বড় মার্জিনে হারিয়ে জয় লাভ করেছিলেন ৷ এবারও বিজেপির মুখ্যমন্ত্রী পদপার্থী হচ্ছেন ভুপেন্দ্রভাই ৷
রিভাবা জেদাজা-
জানমগর উত্তর বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন ক্রিক্রেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাব জাদেজা ৷
advertisement
অল্পেশ ঠাকুর
গান্ধিনগর দক্ষিণ থেকে বিজেপি যুব ওবিসি নেতা অপ্লেশ ঠাকুরকে ময়দানে নামিয়েছে ৷ এই আসনে ঠাকুর ভোটারদের সংখ্যা সবচেয়ে বেশি, এরপর রয়েছে পাটিদার এবং তৃতীয় স্থানে রয়েছে দলিত ৷
হার্দিক প্যাটেল -
আহমেদাবাদের বীরমগাম বিধানসভা আসনে বিজেপির হয়ে দাঁড়িয়েছে হার্দিক প্যাটেল ৷ হার্দিক পার্টির স্টার প্রার্থীদের মধ্যে একজন ৷ জন মাসে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদাম করেছিলেন হার্দিক ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat Election Result 2022: আজ ভাগ্য নির্ধারণ হতে চলেছে এই ৫ হাইভোল্টেজ নেতার, ফলাফলের অপেক্ষায় দেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement