Gujarat Election Result 2022: আজ ভাগ্য নির্ধারণ হতে চলেছে এই ৫ হাইভোল্টেজ নেতার, ফলাফলের অপেক্ষায় দেশ
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
দেখে নিন এবার নির্বাচনের সবচেয়ে জনপ্রিয় ৫ জন প্রার্থীকে ৷
#নয়াদিল্লি: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষার ৷ শুরু হতে চলেছে গুজরাত ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল ৷ ইভিএম মেশিনের উপর নির্ভর করছে সমস্ত প্রার্থীর ভাগ্য ৷ প্রায় প্রায় সব এক্সিট পোলেরই পূর্বাভাস, ফের গুজরাতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি৷ হিমাচল প্রদেশের থেকেও সকলের নজর রয়েছে গুজরাতের ফলাফলের উপরে ৷ এবারের নির্বাচনে বেশ কিছু প্রার্থী যেমন হার্দিক প্যাটেল ও ক্রিক্রেটর রবীন্দ্র জাদেজার স্ত্রী হয়ে উঠেছিলেন চর্চার বিষয় ৷ দেখে নিন এবার নির্বাচনের সবচেয়ে জনপ্রিয় ৫ জন প্রার্থীকে ৷
জিগনেশ মেওয়ানি -
বডগাম বিধানসভা আসনের কংগ্রেসের প্রার্থী ৷ দলিত যুব নেতা হিসেবে উঠে আসে জিগনেশ ২০১৭ সালে নির্দল প্রার্থী হিসেবে জয় লাভ করেছিলেন ৷ এবারের নির্বাচনে মুসলিন ও দলিত ভোটব্যাঙ্ক ধরে রাখার তার উপর অনেকটাই দায়িত্ব রয়েছে পার্টির ৷
advertisement
advertisement
ভুপেন্দ্রভাই প্যাটেল-
গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্রভাই প্যাটেল ঘাটলোডিয়া বিধানসভা আসন থেকে দ্বিতীয়বার লড়ছেন ৷ ২০১৭ সালে কংগ্রেসের প্রার্থীকে বড় মার্জিনে হারিয়ে জয় লাভ করেছিলেন ৷ এবারও বিজেপির মুখ্যমন্ত্রী পদপার্থী হচ্ছেন ভুপেন্দ্রভাই ৷
রিভাবা জেদাজা-
জানমগর উত্তর বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন ক্রিক্রেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাব জাদেজা ৷
advertisement
অল্পেশ ঠাকুর
গান্ধিনগর দক্ষিণ থেকে বিজেপি যুব ওবিসি নেতা অপ্লেশ ঠাকুরকে ময়দানে নামিয়েছে ৷ এই আসনে ঠাকুর ভোটারদের সংখ্যা সবচেয়ে বেশি, এরপর রয়েছে পাটিদার এবং তৃতীয় স্থানে রয়েছে দলিত ৷
হার্দিক প্যাটেল -
আহমেদাবাদের বীরমগাম বিধানসভা আসনে বিজেপির হয়ে দাঁড়িয়েছে হার্দিক প্যাটেল ৷ হার্দিক পার্টির স্টার প্রার্থীদের মধ্যে একজন ৷ জন মাসে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদাম করেছিলেন হার্দিক ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2022 8:21 AM IST