ভুয়ো খবর, কোনও স্কুল-কলেজ খুলছে না, স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে, কোনও স্কুল, কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান লকডাউনের মধ্যে খোলার অনুমতি দেওয়া হয়নি৷
#নয়াদিল্লি: দেশজুড়ে কোনও স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না লকডাউন চলাকালীন৷ স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার৷ মঙ্গলবার কয়েকটি সংবাদমাধ্যমে স্কুল, কলেজ খোলার অনুমতি কেন্দ্র দিয়ে বলে খবর প্রকাশিত হয়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে, কোনও স্কুল, কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান লকডাউনের মধ্যে খোলার অনুমতি দেওয়া হয়নি৷
#FactCheck Claim: MHA permits all States to open schools.
Fact: No such decision taken by MHA. All Educational institutions are still prohibited to open, throughout the country.#FakeNewsAlert#COVID19#IndiaFightsCoronavirus pic.twitter.com/mSWfIDWwNs — Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) May 26, 2020
advertisement
advertisement
মার্চ থেকে দেশজুড়ে বন্ধ স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান৷ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ২৪ মার্চ লকডাউন ঘোষণা হওয়ার পরেই বন্ধ করে দেওয়া হয়৷ স্কুল, কলেজ খোলার অনুমতি নিয়ে কিছু সংবাদমাধ্যমের রিপোর্টকে ফেক আখ্যা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে৷
advertisement
এ দিকে চতুর্থ পর্যায়ের লকডাউনেও ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ ইতিমধ্যেই তা ১ লক্ষ ৪৫ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ মৃত্যু হয়েছে ৪ হাজার ১৬৭ জনের৷ এরই মধ্যে কর্নাটক সরকার নির্দেশ দিয়েছে, পয়লা জুন থেকে রাজ্যের সব মন্দির খুলে দেওয়া হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2020 7:26 AM IST