নবীন পট্টনায়েকের তৎপরতা বহু জীবন বাঁচাল, ট্যুইটারে প্রশংসা অখিলেশের

Last Updated:
#লখনৌ: শুক্রবার সকালে ২২০ কিলোমিটার বেগে ওড়িশায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় 'ফণী'। পুরী ও ভুবনেশ্বেরে চলে তাণ্ডবলীলা । সরকারি মতে মৃত ৮। ঝড়ে প্লাবিত রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। আবহাওয়া দফতরের দাবি, এমন ভয়ঙ্কর ঝড় ১৯৯৯-এর সুপার সাইক্লোনের পর গত ২০ বছরে ওড়িশায় হয়নি।
ওড়িসা প্রশাসন তৎপরতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করে। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ট্যুইটারে ওড়িসার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে অভিবাদন জানান। একইসঙ্গে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান যাদব।
advertisement
advertisement
'ফণী'র প্রকোপে অন্তত ৩৫ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙেছে অসংখ্য মোবাইল টাওয়ার, ল্যাম্পপোস্ট। ক্ষতিগ্রস্ত বিমানবন্দর, হাসপাতাল। এখনও বহু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। বন্ধ মোবাইল ও নেট যোগাযোগ। ফণীর দাপটে বিধ্বস্ত রাজধানী শহর। এইমস, বিজু পট্টনায়েক বিমানবন্দর, ডেয়ারি ডেভেলপমেন্ট প্ল্যান্ট থেকে ফ্ল্যাট ও বসতবাড়ি - কিছুই রেয়াত করেনি ফণী। এখনও সেই দাগ দগদগে।
advertisement
পুরী, ভুবনেশ্বর, কটক, জাজপুর...জীবনে ফেরার লড়াই লড়ছে ওড়িশা। অবস্থা স্বাভাবিক হতে এখনও বেশ কিছুটা দেরি, কার্যত মেনেই নিচ্ছে প্রশাসন।
বাংলা খবর/ খবর/দেশ/
নবীন পট্টনায়েকের তৎপরতা বহু জীবন বাঁচাল, ট্যুইটারে প্রশংসা অখিলেশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement