Akash Ambani Shloka Mehta: কন্যাসন্তানের জন্ম দিলেন আকাশের স্ত্রী শ্লোকা! আম্বানি পরিবারে খুশির হাওয়া
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০২১ সালের ডিসেম্বর মাসে নিজের প্রথম পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন শ্লোকা৷ আকাশ-শ্লোকা সেই ২ বছরের পুত্রসন্তানের নাম পৃথ্বী৷
মুম্বই: কন্যাসন্তানের জন্ম দিলেন শিল্পপতি আকাশ আম্বানির স্ত্রী শ্লোকা মেহতা আম্বানি৷ গতকাল, বুধবার নিজের দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি৷ ২০২১ সালের ডিসেম্বর মাসে নিজের পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন শ্লোকা৷ আকাশ-শ্লোকা ২ বছরের সেই পুত্রসন্তানের নাম পৃথ্বী৷
কয়েকদিন আগেই রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা গিয়েছিল আকাশ এবং শ্লোকাকে৷ পৃথ্বীকে কোলে করে মন্দিরে প্রবেশ করতে দেখা গিয়েছিল মুকেশ আম্বানিকে৷
advertisement
২০১৯ সালে আকাশ এবং শ্লোকা আম্বানি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন৷ গোয়ায় তাঁদের বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল৷ মুম্বইয়ে হয়েছিল তারকাখচিত বিয়ের অনুষ্ঠান৷
নতুন সদস্যের আগমনে স্বভাবতই আম্বানি পরিবারে খুশির হাওয়া৷ মা এবং সন্তান দু জনেই সুস্থ রয়েছেন বলে খবর৷ আকাশের বন্ধু এবং আম্বানি পরিবারের ঘনিষ্ঠ ধনরাজ নঠওয়ানি ট্যুইটারে আজ প্রথম এই সুখবর জানান৷ এর পরেই সদ্যোজাত এবং আকাশ ও শ্লোকার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা আসতে শুরু করে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 12:49 AM IST