Ajit Doval: ফের 'মিশন' দোভাল! গুরুদায়িত্ব পড়ল অজিতের কাঁধে! এবার কোন 'অপারেশন'?

Last Updated:

Ajit Doval: জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ফের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল
ফের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল
নয়াদিল্লি: ফের ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত দোভাল। এই নিয়ে তৃতীয়বারের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হল দোভালকে। এদিকে, পিকে মিশ্রকেও পুনরায় প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি করা হল। তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে মন্ত্রিসভাতেও নিজের পুরনো ‘টিম’ ধরে রাখার চেষ্টা করেছেন মোদি। গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলিতে অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারমন কিংবা এস জয়শঙ্করদের রেখে দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারির পদেও পুরনো ‘লোকদেরই’ বেছে নিলেন নরেন্দ্র মোদি।
এদিকে, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।
advertisement
জঙ্গি কার্যকলাপ মোকাবিলায় সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উপ রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন মোদি।
advertisement
প্রসঙ্গত, ১৯৬৮ ব্য়াচের কেরল ক্যাডারের আইপিএস অফিসার অজিত দোভাল। তিনি দেশের গোয়েন্দা বাহিনীর প্রাক্তন ডিরেক্টরও বটে। তাঁকে দেশের সেরা গোয়েন্দাদের অন্যতম বলেই গণ্য করা হয়ে থাকে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে বিগত ১০ বছরে তিনি দেশের নিরাপত্তা সংক্রান্ত নীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। পাকিস্তান সম্পর্কেও নানা সময়ে কঠোর মনোভাব দেখিয়েছেন তিনি। দোভালের আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতির জোরেই পাকিস্তানের ভিতরে ঢুকে সার্জিকাল স্ট্রাইক চালানো হয়, ২০১৯ সালে বালাকোটে এয়ারস্ট্রাইকও চালায় বায়ুসেনা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ajit Doval: ফের 'মিশন' দোভাল! গুরুদায়িত্ব পড়ল অজিতের কাঁধে! এবার কোন 'অপারেশন'?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement