বারাণসীতে মোদি-প্রিয়াঙ্কা লড়াই নয়, কংগ্রেসের প্রার্থী অজয় রাই
Last Updated:
#নয়াদিল্লি: অবশেষে জল্পনার অবসান ৷ বারাণসীতে মোদি-প্রিয়াঙ্কা লড়াই নয়। বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন না প্রিয়ঙ্কা। বারাণসীতে কংগ্রেসের প্রার্থী অজয় রাই। অজয় রাইয়ের হয়ে প্রচার করবেন প্রিয়াঙ্কা।
বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে চলছিল জোর দস্পনা যে বারাণসীতে মোদির বিরুদ্ধে দাঁড়াতে পারেন প্রিয়ঙ্কা গান্ধি ৷ ২০১৪ সালেও নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়েছিলেন অজয় রাই ৷ সেই বার ৭৫০০০ ভোট কম পেয়ে তিনি ছিলেন তৃতীয় স্থানে ৷
লোকসভা নির্বাচনে বারাণসীর টিকিট পাওয়ার পর অজয় রাই জানিয়েছেন, ‘আমি জনতার কাছে কখনও মিথ্যে বলিনি ৷ বারাণসীর মানুষ বিজেপিকে সঠিক উত্তর দেবে ৷ ’
advertisement
advertisement
বারাণসীর আসন থেকে বিজেপির থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের হয়ে অজয় রাই, সপাও-বসপা জোটের হয়ে শালিনি যাদব দাঁড়াবেন ৷ ১৯৯১ সাল থেকে কেবল ২০০৪ সাল বাদ দিয়ে এই আসনে সব সময় বিজেপি জয়ী হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2019 1:27 PM IST