বিমানসংস্থার সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা পাইলটকে ছেঁটেই ফেলল এয়ার এশিয়া !

Last Updated:

তাঁর ‘দোষ’, তিনি সংস্থার এমন অনেক কিছু তথ্য শেয়ার করেছেন, যা অস্বস্তিতে ফেলেছে এয়ার এশিয়া ইন্ডিয়াকে ৷

#নয়াদিল্লি: এমনটা যে ঘটতে চলেছে তার আন্দাজ আগেই করা গিয়েছিল ৷ শেষপর্যন্ত আশঙ্কা সত্যি করে, সংস্থার ক্যাপ্টেন পাইলটকে বরখাস্ত করল এয়ার এশিয়া ইন্ডিয়া ৷ তাঁর ‘দোষ’, তিনি সংস্থার এমন অনেক কিছু তথ্য শেয়ার করেছেন, যা অস্বস্তিতে ফেলেছে এয়ার এশিয়া ইন্ডিয়াকে ৷
*পাইলট গৌরব তানেজা এয়ার এশিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে কী অভিযোগ তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে শেয়ার করেছিলেন, সেই ভিডিও দেখে নিন ৷
সংস্থার কর্মীদের সংস্থার সমস্ত নিয়মকানুন মেনে চলা এবং গোপনীয়তা রক্ষা করা অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে ৷ কিন্তু বরখাস্ত হওয়া পাইলটের অভিযোগ, দিনের পর দিন ডিউটিতে থাকাকালীন এমন অনেক কিছুই তাঁর নজরে এসেছে ৷ যা তাঁর ঠিক বলে মনে হয়নি ৷ কারণ এতে যাত্রী এবং বিমানের অন্যান্য কর্মীদের সুরক্ষার বিষয়ে প্রশ্নচিহ্ন তুলছে ৷ গৌরবের আরও মারাত্মক অভিযোগ, যে ফুয়েল বা জ্বালানি বাঁচানোর জন্য পাইলটদের রীতিমতো ‘টার্গেট’ বেঁধে দেয় এয়ার এশিয়া ইন্ডিয়া ৷ সাধারণত এয়ারবাসের ল্যান্ডিংয়ের জন্য ‘ফ্ল্যাপ-৩’ এবং ‘ফ্ল্যাপ-৪’ এই দু’ধরণের ল্যান্ডিং পদ্ধতি হয় ৷ ফ্ল্যাপ-৪ ল্যান্ডিং মোড অনেক বেশি সুরক্ষিত ল্যান্ডিং ৷ কিন্তু এতে জ্বালানির খরচ বেশি হয় ৷ কিন্তু কঠিন বিমানবন্দরের রানওয়ে গুলিতে ল্যান্ড করার জন্য ফ্ল্যাপ-৪ ল্যান্ডিং অনেক বেশি সুরক্ষিত ৷ কিন্তু এয়ার এশিয়া ইন্ডিয়া পাইলটদের অনেক বেশি সংখ্যায় ফ্ল্যাপ-৩ ল্যান্ডিংয়ের উপরই জোর দিতে বলা হয়, যাতে জ্বালানি অধিক মাত্রায় সেভ করা সম্ভব হয় ৷ এই বিষয়টি দিনের পর দিন দেখার পর সত্যটা সবার সামনে আনতে বাধ্য হন পাইলট গৌরব তানেজা ৷ তাঁর ভিডিও দেখার পর ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর তরফেও বিমানের সুরক্ষা নির্দেশিকা সংক্রান্ত বিষয়ে এয়ার এশিয়া ইন্ডিয়ার হেড অফ অপারেশনস মণিশ উপ্পলের কাছে চিঠি পাঠানো হয় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিমানসংস্থার সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা পাইলটকে ছেঁটেই ফেলল এয়ার এশিয়া !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement