শেষপর্যন্ত সিদ্ধান্তে বদল, জেট এয়ারওয়েজের পড়ে থাকা পাঁচটি বোয়িং ৭৭৭ বিমান নিচ্ছে না এয়ার ইন্ডিয়া

Last Updated:
#নয়াদিল্লি: বন্ধ হয়ে যাওয়া জেট এয়ারওয়েজের ৫টি বোয়িং ৭৭৭ বিমান ব্যবহারের কথা থাকলেও শেষপর্যন্ত তা হচ্ছে না ৷ এয়ার ইন্ডিয়ার থেকে সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে, জেটের B777 বিমানগুলি এখনই নেওয়া হচ্ছে না ৷ তার কারণ এই বিশাল প্লেনগুলির রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি ৷ তাই এখনই এই বিমানগুলি ব্যবহারের পথে হাঁটছে না এয়ার ইন্ডিয়া ৷
jat-airways-boeing-737-max-aircraft_d7898f68-61b4-11e9-b92f-deef78e36bd1
ইতিমধ্যেই জেট এয়ারওয়েজের বেশ কয়েকটি বোয়িং ৭৩৭ বিমান নিজেদের ‘ফ্লিট লিস্ট’-এ অন্তর্ভূক্ত করেছে বেসরকারি বিমানসংস্থা স্পাইসজেট ৷ এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারিং ইউনিটের পক্ষ থেকে বোয়িং ৭৭৭ বিমানগুলি পরীক্ষা করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ জেট এয়ারওয়েজের পাঁচটি ওয়াইডবডি ৭৭৭ বিমানগুলি নেওয়ার ব্যাপারে এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার এবং এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি আলোচনার পরেই এই ঘোষণা করেছেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
শেষপর্যন্ত সিদ্ধান্তে বদল, জেট এয়ারওয়েজের পড়ে থাকা পাঁচটি বোয়িং ৭৭৭ বিমান নিচ্ছে না এয়ার ইন্ডিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement