শেষপর্যন্ত সিদ্ধান্তে বদল, জেট এয়ারওয়েজের পড়ে থাকা পাঁচটি বোয়িং ৭৭৭ বিমান নিচ্ছে না এয়ার ইন্ডিয়া
Last Updated:
#নয়াদিল্লি: বন্ধ হয়ে যাওয়া জেট এয়ারওয়েজের ৫টি বোয়িং ৭৭৭ বিমান ব্যবহারের কথা থাকলেও শেষপর্যন্ত তা হচ্ছে না ৷ এয়ার ইন্ডিয়ার থেকে সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে, জেটের B777 বিমানগুলি এখনই নেওয়া হচ্ছে না ৷ তার কারণ এই বিশাল প্লেনগুলির রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি ৷ তাই এখনই এই বিমানগুলি ব্যবহারের পথে হাঁটছে না এয়ার ইন্ডিয়া ৷
ইতিমধ্যেই জেট এয়ারওয়েজের বেশ কয়েকটি বোয়িং ৭৩৭ বিমান নিজেদের ‘ফ্লিট লিস্ট’-এ অন্তর্ভূক্ত করেছে বেসরকারি বিমানসংস্থা স্পাইসজেট ৷ এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারিং ইউনিটের পক্ষ থেকে বোয়িং ৭৭৭ বিমানগুলি পরীক্ষা করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ জেট এয়ারওয়েজের পাঁচটি ওয়াইডবডি ৭৭৭ বিমানগুলি নেওয়ার ব্যাপারে এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার এবং এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি আলোচনার পরেই এই ঘোষণা করেছেন ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2019 5:20 PM IST