Air India Plane Tragedy: 'লন্ডনে গিয়ে স্কুলে ভর্তি হবে, নতুন স্কুল ব্যাগ বুকের উপর রেখেই ঘুমিয়েছিল তিন নাতি নাতনি!' হাহাকার প্রতীকের বাবার

Last Updated:

নিজের তিন নাতি নাতনির কথা উঠতেই গলা ধরে আসে প্রবীণ ওই চিকিৎসকের৷ তিনি বলেন, 'লন্ডনে গিয়ে নতুন স্কুলে ভর্তি হবে বলে দারুণ খুশি ছিল ওরা৷'

এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানে চিকিৎসক প্রতীক যোশীর পরিবারের শেষ সেলফি৷ (ডানদিকে) প্রতীকের বাবা জে পি যোশী৷
এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানে চিকিৎসক প্রতীক যোশীর পরিবারের শেষ সেলফি৷ (ডানদিকে) প্রতীকের বাবা জে পি যোশী৷
আহমেদাবাদ: চার বছর ধরে লন্ডনে রয়েছেন৷ তাই এবার পাকাপাকি ভাবে ভারত থেকে স্ত্রী এবং তিন ছেলেমেয়েকেও লন্ডনে নিয়ে যাওয়ার জন্য ভারতে এসেছিলেন চিকিৎসক প্রতীক যোশী৷ বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে অভিশপ্ত এইআই-১৭১ বিমানে চেপে বসেছিলেন তাঁরা৷ তিন ছেলেমেয়ের সঙ্গে প্রতীক এবং তাঁর স্ত্রীর হাসিমুখে তোলা শেষ সেলফি গতকাল থেকেই সমাজমাধ্যমে ভাইরাল৷ নতুন জীবন শুরুর স্বপ্নে প্রতীক এবং তাঁর স্ত্রী যে শুধু বুঁদ হয়েছিলেন এমন নয়, তাঁদের তিন সন্তানও লন্ডনে গিয়ে নতুন স্কুলে ভর্তি হওয়ার খুশিতে আনন্দ ডগমগ করছিল৷
দুর্ঘটনার আগের রাতেও তিন নাতি নাতনির সেই ছটফটানি আর লন্ডন যাওয়ার উত্তেজনার কথা ভেবেই এখন চোখের জল ফেলছেন প্রতীকের বাবা পেশায় চিকিৎসক জে পি যোশী৷ হাসিমুখে বিমানবন্দরে ছেলে, পুত্রবধূ এবং নাতি নাতনিদের বিদায় জানানোর সময় তিনি নিজে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি যে এটাই তাঁদের শেষ সাক্ষাৎ৷
advertisement
advertisement
শুধু স্ত্রী এবং ছেলেমেয়ে নয়, প্রবীণ চিকিৎসক বাবা-মাকেও লন্ডনে নিয়ে গিয়ে রাখতে চেয়েছিলেন প্রতীক৷ সেই মতো প্রস্তুতিও নিতে বলেন বাবাকে৷ ছেলের প্রস্তাব মেনে নিয়ে নাতি নাতনিদের সঙ্গে শেষ জীবনটা কাটাতে গুজরাতে নিজের ক্লিনিকও বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন জে পি যোশী৷ কিন্তু বৃহস্পতিবারের বিপর্যয়ের পর সেসব পরিকল্পনাই এখন কাঁটার মতো বিঁধছে বৃদ্ধ দম্পতির বুকে৷
advertisement
জে পি যোশীর কথায়, ‘চার বছর ছেলে লন্ডনের ডার্বির হাসপাতালে কর্মরত৷ ফের এক্সটেনশন মেলায় এবার স্ত্রী এবং ছেলেমেয়েদের ওখানে নিয়ে যেতে এসেছিল৷ ৯ তারিখেই ভারতে এসেছিল প্রতীক৷ ১২ তারিখ ফেরার টিকিট ছিল৷ ছেলের সঙ্গে থাকবে বলে আমার বৌমা রাজস্থানে চিকিৎসকের চাকরিতে ইস্তফা দেন৷ ছেলে মেয়েদের স্কুল থেকে টিসি নেন৷ একা একা সবকিছু করেছিল আমার বৌমা, শুধু লন্ডনে গিয়ে নতুন করে সংসার শুরু করবে বলে৷’
advertisement
নিজের তিন নাতি নাতনির কথা উঠতেই গলা ধরে আসে প্রবীণ ওই চিকিৎসকের৷ তিনি বলেন, ‘লন্ডনে গিয়ে নতুন স্কুলে ভর্তি হবে বলে দারুণ খুশি ছিল ওরা৷ ওদের নতুন স্কুল ব্যাগ কিনে দেওয়া হয়েছিল৷ আগের দিন রাতে সেই স্কুল ব্যাগগুলি বুকের উপরে রেখেই ওরা আমার সঙ্গে ঘুমিয়েছিল৷ আমার ছেলে কোনও সময় সরাসরি বিমানে লন্ডন থেকে যাতায়াত করত না৷ এবার ছেলেমেয়েদের কষ্ট কম হবে ভেবেই সরাসরি লন্ডনে যাওয়ার বিমানের টিকিট করেছিল৷’
advertisement
মাত্র দু মাস পরেই প্রতীকের দুই যমজ পুত্রসন্তানের জন্মদিন ছিল৷ সেকথা বলতে গিয়েও কেঁদে উঠছেন তাঁদের চিকিৎসক দাদু৷ জে পি যোশী বলেন, ‘১৫ অগাস্ট ওরা পাঁচ বছরে পড়ত, এখন মুক্ত হয়ে গেল৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Air India Plane Tragedy: 'লন্ডনে গিয়ে স্কুলে ভর্তি হবে, নতুন স্কুল ব্যাগ বুকের উপর রেখেই ঘুমিয়েছিল তিন নাতি নাতনি!' হাহাকার প্রতীকের বাবার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement