Air India Plane Tragedy: 'লন্ডনে গিয়ে স্কুলে ভর্তি হবে, নতুন স্কুল ব্যাগ বুকের উপর রেখেই ঘুমিয়েছিল তিন নাতি নাতনি!' হাহাকার প্রতীকের বাবার

Last Updated:

নিজের তিন নাতি নাতনির কথা উঠতেই গলা ধরে আসে প্রবীণ ওই চিকিৎসকের৷ তিনি বলেন, 'লন্ডনে গিয়ে নতুন স্কুলে ভর্তি হবে বলে দারুণ খুশি ছিল ওরা৷'

এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানে চিকিৎসক প্রতীক যোশীর পরিবারের শেষ সেলফি৷ (ডানদিকে) প্রতীকের বাবা জে পি যোশী৷
এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানে চিকিৎসক প্রতীক যোশীর পরিবারের শেষ সেলফি৷ (ডানদিকে) প্রতীকের বাবা জে পি যোশী৷
আহমেদাবাদ: চার বছর ধরে লন্ডনে রয়েছেন৷ তাই এবার পাকাপাকি ভাবে ভারত থেকে স্ত্রী এবং তিন ছেলেমেয়েকেও লন্ডনে নিয়ে যাওয়ার জন্য ভারতে এসেছিলেন চিকিৎসক প্রতীক যোশী৷ বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে অভিশপ্ত এইআই-১৭১ বিমানে চেপে বসেছিলেন তাঁরা৷ তিন ছেলেমেয়ের সঙ্গে প্রতীক এবং তাঁর স্ত্রীর হাসিমুখে তোলা শেষ সেলফি গতকাল থেকেই সমাজমাধ্যমে ভাইরাল৷ নতুন জীবন শুরুর স্বপ্নে প্রতীক এবং তাঁর স্ত্রী যে শুধু বুঁদ হয়েছিলেন এমন নয়, তাঁদের তিন সন্তানও লন্ডনে গিয়ে নতুন স্কুলে ভর্তি হওয়ার খুশিতে আনন্দ ডগমগ করছিল৷
দুর্ঘটনার আগের রাতেও তিন নাতি নাতনির সেই ছটফটানি আর লন্ডন যাওয়ার উত্তেজনার কথা ভেবেই এখন চোখের জল ফেলছেন প্রতীকের বাবা পেশায় চিকিৎসক জে পি যোশী৷ হাসিমুখে বিমানবন্দরে ছেলে, পুত্রবধূ এবং নাতি নাতনিদের বিদায় জানানোর সময় তিনি নিজে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি যে এটাই তাঁদের শেষ সাক্ষাৎ৷
advertisement
advertisement
শুধু স্ত্রী এবং ছেলেমেয়ে নয়, প্রবীণ চিকিৎসক বাবা-মাকেও লন্ডনে নিয়ে গিয়ে রাখতে চেয়েছিলেন প্রতীক৷ সেই মতো প্রস্তুতিও নিতে বলেন বাবাকে৷ ছেলের প্রস্তাব মেনে নিয়ে নাতি নাতনিদের সঙ্গে শেষ জীবনটা কাটাতে গুজরাতে নিজের ক্লিনিকও বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন জে পি যোশী৷ কিন্তু বৃহস্পতিবারের বিপর্যয়ের পর সেসব পরিকল্পনাই এখন কাঁটার মতো বিঁধছে বৃদ্ধ দম্পতির বুকে৷
advertisement
জে পি যোশীর কথায়, ‘চার বছর ছেলে লন্ডনের ডার্বির হাসপাতালে কর্মরত৷ ফের এক্সটেনশন মেলায় এবার স্ত্রী এবং ছেলেমেয়েদের ওখানে নিয়ে যেতে এসেছিল৷ ৯ তারিখেই ভারতে এসেছিল প্রতীক৷ ১২ তারিখ ফেরার টিকিট ছিল৷ ছেলের সঙ্গে থাকবে বলে আমার বৌমা রাজস্থানে চিকিৎসকের চাকরিতে ইস্তফা দেন৷ ছেলে মেয়েদের স্কুল থেকে টিসি নেন৷ একা একা সবকিছু করেছিল আমার বৌমা, শুধু লন্ডনে গিয়ে নতুন করে সংসার শুরু করবে বলে৷’
advertisement
নিজের তিন নাতি নাতনির কথা উঠতেই গলা ধরে আসে প্রবীণ ওই চিকিৎসকের৷ তিনি বলেন, ‘লন্ডনে গিয়ে নতুন স্কুলে ভর্তি হবে বলে দারুণ খুশি ছিল ওরা৷ ওদের নতুন স্কুল ব্যাগ কিনে দেওয়া হয়েছিল৷ আগের দিন রাতে সেই স্কুল ব্যাগগুলি বুকের উপরে রেখেই ওরা আমার সঙ্গে ঘুমিয়েছিল৷ আমার ছেলে কোনও সময় সরাসরি বিমানে লন্ডন থেকে যাতায়াত করত না৷ এবার ছেলেমেয়েদের কষ্ট কম হবে ভেবেই সরাসরি লন্ডনে যাওয়ার বিমানের টিকিট করেছিল৷’
advertisement
মাত্র দু মাস পরেই প্রতীকের দুই যমজ পুত্রসন্তানের জন্মদিন ছিল৷ সেকথা বলতে গিয়েও কেঁদে উঠছেন তাঁদের চিকিৎসক দাদু৷ জে পি যোশী বলেন, ‘১৫ অগাস্ট ওরা পাঁচ বছরে পড়ত, এখন মুক্ত হয়ে গেল৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Air India Plane Tragedy: 'লন্ডনে গিয়ে স্কুলে ভর্তি হবে, নতুন স্কুল ব্যাগ বুকের উপর রেখেই ঘুমিয়েছিল তিন নাতি নাতনি!' হাহাকার প্রতীকের বাবার
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement