Air India Flight Skids Off Runway: আবার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি ! মুম্বইয়ে নামার সময় রানওয়েতে পিছলে গেল বিমান, জারি এমার্জেন্সি

Last Updated:

Air India Flight From Kochi Skids Off Runway: ভারী বৃষ্টির কারণেই মুম্বই বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে জারি করা হয় এমার্জেন্সি। বিমানটি কেরলের কোচি থেকে আসছিল বলে জানা গিয়েছে ৷

আবার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি !
আবার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি !
মুম্বই: দেশে বিমানযাত্রায় একের পর এক সমস্যা লেগেই রয়েছে ৷ আবার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় পিছলে গেল বিমান। ভারী বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে জারি করা হয় এমার্জেন্সি। বিমানটি কেরলের কোচি থেকে আসছিল বলে জানা গিয়েছে ৷
এ দিন এয়ার ইন্ডিয়ার এআই ২৭৪৪ (Flight AI2744) এ৩২০ বিমানটি মুম্বই বিমানবন্দরে অবতরণ করার সময় বিপত্তি ঘটে। মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে স্কিড করে বেরিয়ে যায় বিমানটি। তবে পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নাহলে বড়সড় বিপদ ঘটার সম্ভাবনা ছিল।
advertisement
advertisement
এই দুর্ঘটনায় বিমানে যেমন ক্ষতি হয়েছে, তেমনই রানওয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত মুম্বই বিমানবন্দরের ০৯/২৭- রানওয়েটি বন্ধ রেখে সংস্কার করা হচ্ছে। বিমান ওঠানামা স্বাভাবিক রাখতে অন্য রানওয়ে খোলা রাখা হয়েছে ৷
advertisement
সূত্রের খবর, এই ঘটনায় বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ল্যান্ডিংয়ের সময় বিমানের তিনটি টায়ার ফেটে যায় এবং বিমানের ইঞ্জিনও বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ যাত্রীদের সুরক্ষিত ভাবেই বিমান থেকে নামিয়ে আনা হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Air India Flight Skids Off Runway: আবার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি ! মুম্বইয়ে নামার সময় রানওয়েতে পিছলে গেল বিমান, জারি এমার্জেন্সি
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement