বেসরকারিকরণের জের, এয়ার ইন্ডিয়ার কর্মচারীদের সরকারি ফ্ল্যাট খালি করার নির্দেশ হাই কোর্টের!
- Published by:Ankita Tripathi
- Written by:Trending Desk
Last Updated:
এয়ার ইন্ডিয়ার কর্মচারীদের সরকারি ফ্ল্যাট খালি করার নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট।
নয়াদিল্লি: বেসকারিকরণের ঘটনা নিয়ে ফের সরকার এবং বেসকারি সংস্থার দ্বন্দ্ব প্রকাশ্যে এল। এবারে এয়ার ইন্ডিয়ার কর্মচারীদের বসবাসের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে স্বয়ং দিল্লি হাই কোর্ট। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার কর্মচারীদের সরকারি ফ্ল্যাট খালি করার নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট। দিল্লি হাই কোর্ট গত মঙ্গলবার একটি অর্ডার প্রকাশ করেছে, যাতে নির্দেশ দেওয়া হয়েছে যে, দিল্লির বসন্ত বিহারের এয়ার ইন্ডিয়া কলোনিতে বসবাসকারী সমস্ত এয়ার ইন্ডিয়া লিমিটেডের কর্মচারীদের আগামী ৩১ জুলাই, ২০২৩ তারিখের আগে নিজেদের অ্যাপার্টমেন্ট ছেড়ে দিতে হবে। স্বভাবতই এই ঘটনায় বসন্ত বিহারে বসবাসকারী কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
হাই কোর্টের নির্দেশের প্রত্যুত্তরে কোম্পানি জানিয়েছে যে, ইতিমধ্যেই ৫০ জনেরও বেশি কর্মচারী বসন্ত বিহারের অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়েছেন। তবে ৩৮ জন বাসিন্দা এখনও এই সরকারি অ্যাপার্টমেন্টের সুবিধা গ্রহণ করছেন এবং জানিয়েছেন যে ল্যান্ড মনিটাইজেশনের এক মাস পরে তাঁরা সরকারি আবাসন ছাড়বেন। তবে আদালত গত ২৪ মার্চ, ২০২৩ তারিখের আদেশে ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের যুক্তি খারিজ করে দিয়েছে।
advertisement
আদালত এই বিষয়ে আরও নির্দেশ দিয়েছে যে এয়ার ইন্ডিয়া কলোনিতে বসবাসকারী অসংখ্য এআইএল কর্মীদের কাছ থেকে কেন্দ্রের ভাড়া আদায় করা বেআইনি। এর মধ্যে বেশ কিছু কর্মচারীদের থেকে ভাড়া বাবদ ১৫০০০ টাকা থেকে ৯০০০০ টাকার মধ্যে কাটছাঁট করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে যে, কর্মচারীদের বেতন থেকে যে পরিমাণ টাকা কেটে নেওয়া হচ্ছে তা আগামী ১৫ অগাস্ট, ২০২৩ তারিখের মধ্যে তাঁদের ফেরত দিতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশদে জেনে এখনই আবেদন করুন
দিল্লিতে এয়ার ইন্ডিয়ার কর্মচারীদের জন্য তৈরি অ্যাপার্টমেন্ট সরকারি মালিকানাধীন জমিতে নির্মিত এবং শুধুমাত্র সরকারি কর্মীদের আবাসনের সুবিধা প্রদানের জন্য ব্যবহারের যোগ্য।
advertisement
আদালতের সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে গিয়ে বিচারপতি মিনি পুষ্কর্ণ বলেছেন, বেসরকারিকরণের পরে এয়ার ইন্ডিয়ার কর্মচারীরা আর সরকারি কর্মচারীদের নিয়ম-নীতির আওতায় আসেন না, যার কারণে তাঁরা সরকারি ফ্ল্যাট ব্যবহার করারও অধিকারী নন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 3:52 PM IST