Ministry of Defence Recruitment 2023: প্রতিরক্ষা মন্ত্রকে চাকরির দুর্দান্ত সুযোগ! আজই আবেদন করুন!

Last Updated:

ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যেই নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পৌঁছে যাওয়া বাঞ্ছনীয়।

প্রতিরক্ষা মন্ত্রকে চাকরির দুর্দান্ত সুযোগ! আজই আবেদন করুন!
প্রতিরক্ষা মন্ত্রকে চাকরির দুর্দান্ত সুযোগ! আজই আবেদন করুন!
সম্প্রতি মিনিস্ট্রি অফ ডিফেন্স বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে দক্ষিণ ভারত এলাকার সদর দফতর এবং চেন্নাই, তামিলনাড়ুর স্টেশন হেডকোয়ার্টারে বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। অস্থায়ী চুক্তির ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যেই নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পৌঁছে যাওয়া বাঞ্ছনীয়। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ১২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি: ১টি পদ
কুক: ২টি পদ
এমটিএস (মেসেঞ্জার): ৭টি পদ
এমটিএস (গার্ডেনার): ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থামিনিস্ট্রি অফ ডিফেন্স
পদের নামলোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, কুক, এমটিএস (মেসেঞ্জার), এমটিএস (গার্ডেনার)
শূন্যপদের সংখ্যা১২
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুইতিমধ্যেই শুরু হয়েছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখবিশদ দেখুন
advertisement
মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
এলডিসি পদের জন্য আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে। কুক ও এমডিএস পদের জন্য আবেদনকারীদের স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। কুক পদের জন্য আবেদনকারীদের অবশ্যই ভারতীয় রান্নাবান্নার জ্ঞান ও দক্ষতা থাকা বাঞ্ছনীয়।
advertisement
মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
ইউআর ক্যাটাগরির পুরুষ এবং মহিলা প্রার্থীদের বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। এসসি/এসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ৩০ বছর পর্যন্ত ছাড় থাকে। ওবিসি প্রার্থীদের বয়সের সীমা ১৮-২৮ বছর।
advertisement
মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিয়োগের বিজ্ঞপ্তি থেকে এই পদে আবেদনের প্রেসক্রাইব করা ফরম্যাট নিতে হবে।
আবেদন ফর্ম পূরণ করতে হবে।
সমস্ত উপযুক্ত জরুরি নথিপত্র, সার্টিফিকেট ও টেস্টিমোনিয়ালের অ্যাটেস্ট করা কপি যোগ করতে হবে।
পাঠানোর আগে আবেদন ফর্ম ও প্রয়োজনীয় নথিপত্র আরও এক বার মিলিয়ে নিতে হবে।
advertisement
এর পর পোস্ট অথবা ক্যুরিয়রের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পত্র এই ঠিকানায় Presiding Officer C/o Officer Commanding Troops, Headquarters Dakshin Bharat Area, Island Grounds, Chennai – 600 009 পাঠিয়ে দিতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/04/MInistry-of-dfence-pdf.pdf ক্লিক করতে পারেন।
বাংলা খবর/ খবর/চাকরি/
Ministry of Defence Recruitment 2023: প্রতিরক্ষা মন্ত্রকে চাকরির দুর্দান্ত সুযোগ! আজই আবেদন করুন!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement