‘মদ খেয়ে বিয়ে করতে এসেছ!, বিয়ের মণ্ডপ থেকে পাত্রকে তাড়ালেন কনে

Last Updated:
#বিন্নাওয়া: আগেরদিনই হয়ে গিয়েছে মেহেন্দি ৷ বিয়ের দিন সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল তোড়জোর ৷ আত্মীয়স্বজনরা আগেরদিনই হাজির হয়ে গিয়েছেন ৷ দিন গড়িয়ে যত রাত বেড়েছে, ততই বেড়েছে ব্যস্ততা ৷ বেড়েছে ভিড় ৷ পাড়াপড়শিরা আসতে শুরু করেছে ৷ জ্বলে উঠেছে রকমারি আলো ৷ উপহার হাতে ধীরে ধীরে আসতে শুরু করেছেন নিমন্ত্রিতরা ৷
বরপক্ষও এসে উপস্থিত। হঠাৎ করে সবাই দেখলেন হবু বর ও তাঁর বাবা মদ্যপ অবস্থায় এসে বিয়ের আয়োজনের নিন্দা শুরু করেছেন। এই নিয়ে কোথাও কোথাও গুজ গুজ ফুস ফুস শুরু হয়েছে ৷ এর মধ্যেই পাত্রীর ঘোষণা ‘এই রকম মাতাল ছেলেকে কিছুতেই বিয়ে করব না’ ৷ এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বিন্নাওয়া গ্রামে। ডালমাও সার্কেল অফিসার বিনীত কুমার জানিয়েছেন, বুধবার সেখানকার বাসিন্দা বিজয় কুমার শ্রীবাস্তবের মেয়ে খুশবুর সঙ্গে অবিনাশ শ্রীবাস্তবের বিয়ে ছিল। বরপক্ষ আসার পর দেখা যায়, অবিনাশ ও তাঁর বাবা সুরেশ শ্রীবাস্তব মদ্যপ অবস্থায় রয়েছেন। মেয়ের বাড়িতে ঢোকার পর থেকে বিয়ের আয়োজন নিয়ে তাঁরা একের পর এক অভিযোগ করা শুরু করেন। ফলে বিয়ে বাড়ির মধ্যে এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।
advertisement
জানা গিয়েছে, পাত্র ও তাঁর বাবার এই সমালোচনা মেনে নিতে পারেননি খুশবু। তিনি গিয়ে সরাসরি বলেন, এরকম মাতাল পাত্রের সঙ্গে বিয়ে করবেন না। এই সিদ্ধান্তের ফলে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই সেখানে উপস্থিত গ্রামের মাতব্বররা মিলে পরিস্থিতি সামাল দিতে নামেন।
advertisement
গ্রামের বর্তমান ও প্রাক্তন প্রধান এবং এক বয়স্কা মহিলার উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া হয়। সমাধানসূত্রও বের হয়। দু’তরফের লোকেরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়, বিয়ে হবে না। বিয়ের আয়োজনের জন্য মেয়ের পরিবারের যা খরচ হয়েছিল, সেই টাকা ফেরত দেন পাত্রের বাড়ির লোক। একটি লিখিত বিবৃতিতেও সই করেন দুই পক্ষের লোকেরা। ফলে কারও তরফেই পুলিশে কোনও রকমের অভিযোগ দায়ের করা হয়নি।
বাংলা খবর/ খবর/দেশ/
‘মদ খেয়ে বিয়ে করতে এসেছ!, বিয়ের মণ্ডপ থেকে পাত্রকে তাড়ালেন কনে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement