Ahmednagar Hospital Fire | Corona: আইসিউতে আগুন! মহারাষ্ট্রের হাসপাতালে মৃত ১০ করোনা আক্রান্ত

Last Updated:

Ahmednagar Hospital Fire: আইসিউতে ২০ জন করোনা রোগী ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়।

আইসিউতে আগুন! মহারাষ্ট্রের হাসপাতালে মৃত ১০ করোনা আক্রান্ত
আইসিউতে আগুন! মহারাষ্ট্রের হাসপাতালে মৃত ১০ করোনা আক্রান্ত
#মুম্বই: মহারাষ্ট্রের আহমেদনগর সিভিল হাসপাতালে বড় দুর্ঘটনা (Fire breaks out at Ahmednagar hospital ICU)। হাসপাতালের আইসিইউ (ইন্টেনসিভ কেয়ার ইউনিট)-এ আগুন ধরে যাওয়ায় মৃত্যু হয়েছে ১০ জনের। জানা যাচ্ছে, ওই ১০জনই ছিলেন করোনা রোগী (10 corona patient died)। আইসিউতে ২০ জন করোনা রোগী ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকল পৌঁছেছে। নিরাপদ এলাকায় রোগীদের সরিয়ে আনার কাজ শুরু হয়েছে। খবর পেতেই হাসপাতালে জড়ো হন রোগীদের আত্নীয়রা। জেলা পুলিশ আধিকারিক ইতিমধ্যেই পৌঁছেছেন হাসপাতালে। তবে কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার পিছনে হাসপাতালের (Ahmednagar hospital ICU)) গাফিলতি রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। যদি গাফিলতি থেকে থাকে তা হলে কড়া পদক্ষের করা হবে বলে জানিয়েছে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক।
advertisement
advertisement
প্রসঙ্গত, শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona update) আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯২ জনের। আক্রান্তের সংখ্যা গতকালের থেকে কিছুটা কমেছে। নতুন করে সংক্রমণের পাশাপাশি দেশে অ্য়াক্টিভ রোগীর সংখ্যাও কমেছে। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১২ হাজার ৫০৯ জন।
advertisement
কিন্তু অন্যদিকে ইউরোপের করোনা (corona in Europe) গ্রাফ নতুন করে চিন্তা বাড়াচ্ছে। ইউরোপের ৫৩টি দেশে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত গতিতে। ইউরোপ করোনা অতীমারীর কেন্দ্রস্থলে পরিণত হচ্ছে। জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ। ইউরোপের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ahmednagar Hospital Fire | Corona: আইসিউতে আগুন! মহারাষ্ট্রের হাসপাতালে মৃত ১০ করোনা আক্রান্ত
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement