Ahmedabad News: সময়ে ব্লাউজের ডেলিভারি দেননি দর্জি, মামলা দায়ের মহিলার! কী নির্দেশ দিল আদালত?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ব্লাউজ বা জামাকাপড় বানাতে অথবা ছোটবড় করতে দিয়ে এমন অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়৷
পারিবারের এক সদস্যের বিয়েতে পরার জন্য শখ করে শাড়ি কিনেছিলেন মহিলা৷ দর্জির কাছে বানাতে দিয়েছিলেন মানানসই ব্লাউজ৷ কিন্তু সমস্ত পরিকল্পনাই ভেস্তে গেল দর্জির দায়িত্বজ্ঞানহীনতার জন্য৷ কারণ নির্দিষ্ট সময়ে ওই মহিলাকে ব্লাউজটাই বানিয়ে দিতে পারেননি সেই দর্জি৷
ব্লাউজ বা জামাকাপড় বানাতে অথবা ছোটবড় করতে দিয়ে এমন অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়৷ সেই পরিস্থিতিতে দর্জির উপরে চিৎকার, চেঁচামেচি করা ছাডা় বিশেষ করণীয় কিছু থাকেও না৷ কিন্তু আহমেদাবাদের এক মহিলা দর্জির এই খামখেয়ালিপনা মুখ বুজে মেনে নেননি৷ সময় মতো ব্লাউজের ডেলিভারি না দেওয়ার জন্য ওই দর্জির নামে সোজা ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করেন ওই মহিলা৷
advertisement
জানা গিয়েছে, ২০২৪ সালের ২৪ ডিসেম্বরের একটি বিয়ের অনুষ্ঠানের জন্য ওই ব্লাউজ বানাতে দিয়েছিলেন মামলাকারী মহিলা৷ ব্লাউজ বানানোর খরচ বাবদ দর্জিকে ৪৩৯৫ টাকা অগ্রিম দিয়েও দেন তিনি৷ এর পাশাপাশি বিয়েতে সাজগোজের জন্য বাকি কেনাকাটাও সেরে ফেলেছিলেন৷
advertisement
টকিন্তু বিয়ের দশ দিন আগে ওই মহিলা জানতে পারেন, সেই ব্লাউজটি তখনও বানিয়ে উঠতে পারেননি ওই দর্জি৷ যদিও মহিলাকে আশ্বস্ত করে দর্জি জানান, বিয়ের আগেই ব্লাউজের কাজ শেষ হয়ে যাবে৷ শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি৷ বাধ্য হয়েই অন্য শাড়ি এবং ব্লাউজ পরে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন ওই মহিলা৷
advertisement
বিয়ে মিটতেই অবশ্য অভিযুক্ত দর্জির বিরুদ্ধে আহমেদাবাদের ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করেন ওই মহিলা৷ তিনি অভিযোগ করেন, সময় মতো ব্লাউজের ডেলিভারি না পাওয়ায় তিনি মানসিক হয়রানির শিকার হয়েছেন৷ তাঁর এই অভিযোগ মেনে নেয় আদালত৷
এর পরই অভিযুক্ত দর্জিকে ৭ শতাংশ সুদ সহ অগ্রিম বাবদ মহিলার থেকে নেওয়া ৪৩৯৫ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত৷ এ ছাডা়ও মহিলার মানসিক হয়রানির ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেয় আদালত৷ সবমিলিয়ে ওই মহিলাকে ৭০০০ টাকা দেওয়ার জন্য অভিযুক্ত দর্জিকে নির্দেশ দেয় আদালত৷ যদিও শুনানির সময় অভিযুক্ত দর্জি আদালতে হাজিরাই দেননি৷ ফলে, মামলাকারীর পক্ষেই রায় দেয় আদালত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2025 4:37 PM IST

