ফের ধনখড়ের মুখে বাংলার কথা, প্রসঙ্গ ভোট পরবর্তী হিংসা

Last Updated:

Jagdeep Dhankhar || উপরাষ্ট্রপতি মনে করেন, যেখানে শাসকের আইন নয়, আইনের শাসন চলে সেখানেই মানবধিকার রক্ষিত হয়।

Jagdeep Dhankhar, File Photo
Jagdeep Dhankhar, File Photo
#নয়াদিল্লি: মানবধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবসে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে ধরলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর মতে, সেই সময়ে রিপোর্টে যে কথার উল্লেখ করেছিল মানবধিকার কমিশন, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সব রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রসঙ্গত উল্লেখ্য, রিপোর্টে জাতীয় মানবধিকার কমিশন উল্লেখ করে, পশ্চিমবঙ্গে আইনের শাসন নয় শাসকের আইন চলছে।
তিনি এদিনের অনুষ্ঠানে আরও বলেছেন, "মানবধিকার লঙ্ঘন যাঁরা সহ্য করেন, তাঁরাও সমান অপরাধী। যেখানে শাসকের আইন নয়, আইনের শাসন চলে সেখানেই মানবধিকার রক্ষিত হয়।" তাঁর মতে, "স্বাধীনতার সবচেয়ে ভাল সংজ্ঞা হল, সর্বত্র মানবধিকার রক্ষা এবং সংবিধানের সারমর্ম এবং সমস্ত ধর্মের মূলসত্ত্বাই হল, সবার ঊর্দ্ধে মানবধিকার রক্ষা করা।" তিনি আরও জানান, "রাজনৈতিক ঘনিষ্ঠতা, বংশপরিচয়, জাতি বা ধর্মের নিরিখে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করা যায় না। একটি গণতান্ত্রিক সমাজ, যেখানে আইনের শাসন চলে।"
advertisement
advertisement
অনুষ্ঠানে জাতীয় মানবধিকার কমিশনের চেয়াম্যান প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র জানান, সংরক্ষণের সুফল একবারে নীচের তলা পর্যন্ত পৌঁছায়নি। সমাজের সার্বিক অগ্রগতির জন্য সংরক্ষণের সুবিধা নীচু তলা পর্যন্ত পৌঁছানো দরকার বলে মনে করেন তিনি। সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের উন্নতির জন্য আর্থ-সামাজিক এবং রাজনৈতিকভাবে অনেক কাজ করা হয়েছে। তাঁর মতে, লিঙ্গ বৈষম্য এবং সবার মধ্যে সাম্যতা প্রয়োজন। তারজন্য অভিন্ন দেওয়ানি আনার পক্ষে সওয়াল করেন মানবধিকার কমিশনের চেয়ারম্যান। ভারতীয় সংস্কৃতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, "আমাদের সংস্কৃতিতে অধিকার এবং কর্তব্য একসঙ্গে চলে। যার উল্লেখ রয়েছে বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মধ্যে। প্রতিষ্ঠা দিবস পালন করা কমিশনের অতীত কাজ স্মরণ করার একটি মহৎ সুযোগ৷"
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের ধনখড়ের মুখে বাংলার কথা, প্রসঙ্গ ভোট পরবর্তী হিংসা
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement