বিমানঘাঁটিতে এখনও জীবিত দুই জঙ্গি, চলছে গুলির লড়াই
Last Updated:
এখনও জঙ্গিমুক্ত নয় পাঠানকোট বিমানঘাঁটি ৷ রবিবার দুপুর থেকে ফের বিমানঘাঁটিতে শুরু হয়েছে গুলির লড়াই ৷ অনুমান, এখনও জীবিত দুই জইশ জঙ্গি আত্মগোপন করে রয়েছে ঘাঁটির ভেতর ৷ জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ৷
#পাঠানকোট: এখনও জঙ্গিমুক্ত নয় পাঠানকোট বিমানঘাঁটি ৷ রবিবার দুপুর থেকে ফের বিমানঘাঁটিতে শুরু হয়েছে গুলির লড়াই ৷ অনুমান, এখনও জীবিত দুই জইশ জঙ্গি আত্মগোপন করে রয়েছে ঘাঁটির ভেতর ৷ ডিআইজি বর্ডার রেঞ্জ জানিয়েছেন, জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ৷
বিমানঘাঁটিতে জঙ্গিদের হামলা করার পর কেটে গিয়েছে প্রায় ৩৬ ঘণ্টা ৷ শনিবার ১৬ ঘণ্টার লড়াইয়ের পর সেনাবাহিনীর তরফে দেওয়া হয়েছিল গ্রিন সিগন্যাল ৷ তারপরেও সঙ্কটমুক্ত হয়নি পাঠানকোট বিমানঘাঁটি ৷ বায়ুসেনা ঘাঁটিতে এখনও অন্তত ২ জঙ্গি লুকিয়ে আছেন বলে জানিয়েছেন ডিআইজি বর্ডার রেঞ্জ ৷ এদিন সকালে ৯টা নাগাদ বুবি ট্র্যাপ বিস্ফোরণে মারা যান এনএসজি-র লেফটেন্যান্ট কর্নেল ৷ গুরুতর আহত এনএসজি মেজর ৷ এরপর এনএসজি-র তল্লাশি অভিযান চলাকালীনই ছুটে আসে গুলি ৷ মোট দু’রাউন্ড গুলির শব্দ শোনা যায় এদিন ৷ এখনও চলছে সার্চ অপারেশন ৷ শনিবার ছ’ঘণ্টার গুলির লড়াইয়ের পর প্রায় ১৬ ঘন্টা ধরে চলে চিরুণি তল্লাশি ৷ পাওয়া যায়নি জঙ্গিদের খোঁজ ৷ কিন্তু এদিন সকালের দুটি ঘটনার পর প্রত্যাঘাতের জন্য নতুন করে শুরু হয়েছে অপারেশন ৷ ইতিমধ্যে এনএসজি-র আরও বাহিনী এসে পৌঁছেছে পাঠানকোটে ৷ চলছে হেলিকপ্টার থেকেও নজরদারি ৷
advertisement
শনিবার ভোররাতে পঞ্জাবের ঘন কুয়াশার ফায়দা নিয়ে সেনা পোশাকে বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷ সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মারা যায় চার জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷ শহীদ হন ৭ জন ভারতীয় জওয়ান ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2016 3:20 PM IST