বিমানঘাঁটিতে এখনও জীবিত দুই জঙ্গি, চলছে গুলির লড়াই

Last Updated:

এখনও জঙ্গিমুক্ত নয় পাঠানকোট বিমানঘাঁটি ৷ রবিবার দুপুর থেকে ফের বিমানঘাঁটিতে শুরু হয়েছে গুলির লড়াই ৷ অনুমান, এখনও জীবিত দুই জইশ জঙ্গি আত্মগোপন করে রয়েছে ঘাঁটির ভেতর ৷ জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ৷

#পাঠানকোট: এখনও জঙ্গিমুক্ত নয় পাঠানকোট বিমানঘাঁটি ৷ রবিবার দুপুর থেকে ফের বিমানঘাঁটিতে শুরু হয়েছে গুলির লড়াই ৷ অনুমান, এখনও জীবিত দুই জইশ জঙ্গি আত্মগোপন করে রয়েছে ঘাঁটির ভেতর ৷ ডিআইজি বর্ডার রেঞ্জ জানিয়েছেন,  জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ৷
বিমানঘাঁটিতে জঙ্গিদের হামলা করার পর কেটে গিয়েছে প্রায় ৩৬ ঘণ্টা ৷ শনিবার ১৬ ঘণ্টার লড়াইয়ের পর সেনাবাহিনীর তরফে দেওয়া হয়েছিল গ্রিন সিগন্যাল ৷ তারপরেও সঙ্কটমুক্ত হয়নি পাঠানকোট বিমানঘাঁটি ৷ বায়ুসেনা ঘাঁটিতে এখনও অন্তত ২ জঙ্গি  লুকিয়ে আছেন বলে জানিয়েছেন ডিআইজি বর্ডার রেঞ্জ ৷ এদিন সকালে ৯টা নাগাদ বুবি ট্র্যাপ বিস্ফোরণে মারা যান এনএসজি-র লেফটেন্যান্ট কর্নেল ৷ গুরুতর আহত এনএসজি মেজর ৷ এরপর এনএসজি-র তল্লাশি অভিযান চলাকালীনই  ছুটে আসে গুলি ৷ মোট দু’রাউন্ড গুলির শব্দ শোনা যায় এদিন ৷ এখনও চলছে সার্চ অপারেশন ৷ শনিবার ছ’ঘণ্টার গুলির লড়াইয়ের পর প্রায় ১৬ ঘন্টা ধরে চলে চিরুণি তল্লাশি ৷ পাওয়া যায়নি জঙ্গিদের খোঁজ ৷ কিন্তু এদিন সকালের দুটি ঘটনার পর প্রত্যাঘাতের জন্য নতুন করে শুরু হয়েছে অপারেশন ৷ ইতিমধ্যে এনএসজি-র আরও বাহিনী এসে পৌঁছেছে পাঠানকোটে ৷ চলছে হেলিকপ্টার থেকেও নজরদারি ৷
advertisement
শনিবার ভোররাতে পঞ্জাবের ঘন কুয়াশার ফায়দা নিয়ে সেনা পোশাকে বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷ সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মারা যায় চার জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷ শহীদ হন ৭ জন ভারতীয় জওয়ান ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
বিমানঘাঁটিতে এখনও জীবিত দুই জঙ্গি, চলছে গুলির লড়াই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement