১৩ বছর পর আগামীকাল ফের দেখা যাবে মাইক্রো মুন অথবা ক্ষুদ্রতম চাঁদ !
Last Updated:
শুক্রবার ১৩ সেপ্টেম্বর চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে চলে যাবে।
#নয়া দিল্লি: সবচেয়ে ছোট চাঁদ দেখেছেন ? যদি না দেখে থাকেন, তবে কাল আপনার জীবনে আর একবার আসতে চলেছে সেই সুবর্ন সুযোগ। আর এই সুযোগ পাওয়া যাচ্ছে ১৩ বছর পর। ২০০৬ সালের জানুয়ারি মাসে এর আগে শেষ বার সবচেয়ে ছোট চাঁদ দেখা গিয়েছিল। আগামীকাল ফের দেখা যাবে মাইক্রো মুন। বিজ্ঞানীরা বলছেন মাইক্রো মুনের ক্ষেত্রে কাল চাঁদ ১৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছোট দেখাবে। কাল পূর্ণিমা। তাই আকাশ পরিস্কার থাকলে দেখা যাবে ক্ষুদ্রতম চাঁদকে।
উপবৃত্তাকার কক্ষপথের জন্য চাঁদ কখনও পৃথিবীর সামনে আসে, কখনও দূরে চলে যায়। সেই মতো শুক্রবার ১৩ সেপ্টেম্বর চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে চলে যাবে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দু’লক্ষ ৫১ হাজার ৬৫৫ মাইল হলেই মাইক্রো ধরা হয়। এবার তার থেকেও আরও ৮১৬ মাইল দূরে থাকবে চাঁদ। পূর্ণিমা শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর সকাল ৭টা ৩৬ মিনিটে। আর পূর্ণিমা ছাড়বে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা ৩ মিনিটে। ফলে এই সময়ের মধ্যে চাঁদকে সব থেকে ছোট দেখাবে। ১৩ বছর পর চাঁদকে এতটা ছোট আকারে দেখতে চাইলে শুক্রবার সন্ধ্যা থেকেই আকাশের দিকে নজর রাখতে হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2019 10:25 PM IST