Farmers Protest: সরে যাচ্ছে কাঁটাতার-লোহার গজাল, সুপ্রিম কোর্টের নির্দেশের পর খুলছে টিকরি-গাজিপুর সড়ক

Last Updated:

Farmers Protest: আশা করা হচ্ছে, আগামী দু-তিন দিনের মধ্যেই টিকরি এবং গাজিপুর সীমানা থেকে সমস্ত ব্যারিকেড সরিয়ে নিয়ে রাস্তা খুলে দেওয়া হবে।

খুলে দেওয়া হচ্ছে সীমানা
খুলে দেওয়া হচ্ছে সীমানা
#নয়াদিল্লি: দীর্ঘ ১১ মাস পর হরিয়ানা-দিল্লির টিকরি এবং উত্তরপ্রদেশ-দিল্লির গাজিপুর সীমানা থেকে ব্যারিকেড সরাতে শুরু করল দিল্লি পুলিশ। রাস্তা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কংক্রিটের দেওয়াল, কাঁটাতারের বেড়া এবং রাস্তায় পোঁতা লোহার গজাল।দিল্লি পুলিশের এক কর্তা এদিন জানিয়েছেন, "গতকাল থেকে দিল্লি পুলিশ জেসিবি মেশিন দিয়ে কংক্রিটের ব্যারিকেড সরানোর কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী দু-তিন দিনের মধ্যেই টিকরি এবং গাজিপুর সীমানা থেকে সমস্ত ব্যারিকেড সরিয়ে নিয়ে রাস্তা খুলে দেওয়া হবে।"
উল্লেখ্য, গতবছর ২৬ নভেম্বর বিতর্কিত তিন কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি-উত্তরপ্রদেশ ও দিল্লি-হরিয়ানার সীমানায় কৃষকদের অবস্থান বিক্ষোভ শুরু হয়। তারপর থেকেই গাজিপুর, টিকরি ও সিঙ্ঘু সীমানা-সংলগ্ন সড়কপথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছিল পুলিশ। যার জেরে প্রায় একবছর ধরে চূড়ান্ত নাজেহাল হতে হয়েছে আম জনতাকে। সম্প্রতি সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্য সরকারকে অবরুদ্ধ সড়কগুলি খুলে দেওয়ার জন্য বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে। আন্দোলনকারী কৃষকরা আদালতে জানিয়েছেন তাঁরা কোন সড়ক অবরোধ করেননি। বরং পুলিশ সড়ক বন্ধ করে রেখেছে।‌
advertisement
advertisement
এর পরেই শীর্ষ আদালত অবরুদ্ধ শহর গুলির সীমানা খুলে দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে।আদালতের নির্দেশ অনুযায়ী বিশাল পুলিশবাহিনী বৃহস্পতিবার দিল্লি ও হরিয়ানা সীমানায় টিকরি থেকে ব্যারিকেড, কংক্রিটের দেয়াল কাটা তারের বেড়া এবং লোহার গজাল সরানোর কাজ শুরু করে। শুক্রবার সকাল থেকে গাজিপুরে রাস্তার অবরোধ তুলে দেওয়ার কাজ শুরু করে পুলিশ। অশান্তির আশঙ্কায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। এলাকায় উপস্থিত রয়েছেন দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।সম্প্রতি সুপ্রিমকোর্ট এক নির্দেশে জানিয়েছে, কৃষকদের আন্দোলন করবার অধিকার আছে। কিন্তু, তাই বলে কখনওই অনির্দিষ্টকালের জন্য রাস্তা আটকে রাখা যেতে পারে না।
advertisement
এদিন ভারতীয় কিষাণ ইউনিয়নের উত্তরপ্রদেশ শাখার সভাপতি রাজবীর সিং জাদাউন সাংবাদিকদের জানিয়েছেন, "আমরা কোথাও কোনও রাস্তা বন্ধ করে রাখিনি। বরং দিল্লি পুলিশের পক্ষ থেকে রাস্তায় ব্যারিকেড করে রাখা হয়েছে। এখন তারাই রাস্তা থেকে ব্যারিকেড সরিয়ে নিচ্ছে। ভালো কথা। রাস্তা খুলে দেওয়া হলেই আমরা রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা হব। রাজধানীতে যাওয়া আমাদের প্রথম অধিকার।প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তিনি কৃষি আইন বাতিলের দাবিতে গত ১১ মাস ধরে দিল্লির ৩টি সীমানায় অবস্থান-বিক্ষোভ করছেন কয়েক হাজার কৃষক। প্রায় ৩০টি সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষক। আন্দোলনকারী কৃষকদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কেন্দ্রীয় তিনটি কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালু থাকবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Farmers Protest: সরে যাচ্ছে কাঁটাতার-লোহার গজাল, সুপ্রিম কোর্টের নির্দেশের পর খুলছে টিকরি-গাজিপুর সড়ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement