লক্ষ্য ২০২১, সাংগঠনিক স্তরে একাধিক রদবদল তৃণমূলনেত্রীর, ভর্ৎসনা অনুব্রত মণ্ডল, অরূপ বিশ্বাসকে
Last Updated:
#কলকাতা: লক্ষ্য ২০২১। ফল বেরনোর সাতদিনের মধ্যেই বিধানসভা ভোটের লক্ষ্যে ঝাঁপালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের ওপর থেকে তলায় ঝাঁকুনি সব ধরণের পদক্ষেপ করবেন। দলের কোর কমিটির বৈঠকে সেই বার্তা মিলল। বেশ কিছু সাংগঠনিক রদবদল হল। লোকসভায় ফল কেন খারাপ হল? জেলা ধরে শুরু হচ্ছে বিশ্লেষণ।
সংগঠনে ঝাঁকুনি মমতার
লোকসভা ভোটের ধাক্কা কাটিয়ে সামনে তাকানোর ভাবনা। সামনে অর্থাৎ ২০২১’র বিধানসভা। বিধানসভা ভোটকে পাখির চোখ করে সংগঠন ও নেতৃত্বের খোলনোলচে বদলে ফেলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার ছিল তৃণমূলের কোর কমিটির বৈঠক। এখানেই দল পরিচালনা নিয়ে কৌশল স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জেলায় পর্যবেক্ষক পদে বদল হয়েছে। আদিবাসী এলাকায় প্রভাব ফেরাতে তৈরি হল নতুন সেল।
advertisement
advertisement
মালদহে পর্যবেক্ষক সাধন পাণ্ডে, গোলাম রব্বানি ৷ নদিয়ায় পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ আদিবাসী উন্নয়ন সেলের নেতৃত্বে উমা সোরেন ৷
কট্টরপন্থীদের রুখতে কৌশল, আরএসএস ও সংঘের বিভিন্ন শাখা সংগঠনের মোকাবিলায় তৃণমূলের অস্ত্র জয়হিন্দ বাহিনী। সবকটি ব্লকে জয় হিন্দ বাহিনীকে কাজ করার নির্দেশ তৃণমূলনেত্রীর ৷ জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যানের দায়িত্বে ব্রাত্য বসু।
advertisement
মহিলাদের নিয়ে তৈরি হচ্ছে বঙ্গজননী বাহিনী ৷ মহিলাদের বিরুদ্ধে নিগ্রহ রুখতে কাজ করবে এই সংগঠন ৷ এই দায়িত্বে সাংসদ কাকলি ঘোষদস্তিদার ৷
সংগঠনে গলদ রয়েছে। সব জায়গায় কর্মীরা ঠিকমতো দলের কাজ করছেন না। ভোটের ফলে তারই প্রতিফলন। এনিয়ে প্রবল ক্ষুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের সভাপতি অজিত মাইতিকে ভর্ৎসনা ৷ রোষের মুখে পড়েন অরূপ বিশ্বাস এবং অনুব্রত মণ্ডলও ৷
advertisement
সংগঠনকে চাঙ্গা করেই ২০২১ এর ভোটে যেতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। দলের ওপর থেকে নীচের তলায় ঝাঁকুনি দেওয়ার দায়িত্ব নিজের কাঁধেই নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ জুন থেকেই শুরু হচ্ছে সেই কাজ।
খারাপ ফল হওয়া জেলায় জেলায় বৈঠক করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ৭ জুন প্রথম বৈঠক হবে হুগলিতে ৷ বৈঠকে হারের কারণ বিশ্লেষণ ৷ আরও সাংগঠনিক রদবদল হওয়ার সম্ভাবনা ৷
advertisement
তার আগে শনিবার দলের প্রাথমিক শিক্ষক সংগঠনের বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই ভাবে দলের বিভিন্ন শাখা সংগঠনগুলি যাতে আরও সক্রিয় ভূমিকা নেয়, তার উদ্যোগও শুরু হচ্ছে। সংগঠনে বাজি রেখেই ভোটযুদ্ধে জয়ের ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2019 7:29 PM IST