Congress: পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেসের লজ্জাজনক হার! পদত্যাগ করতে চলেছেন সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধি: সূত্র

Last Updated:

Congress Gandhi Family: উত্তরপ্রদেশে, যেখানে প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা সক্রিয়ভাবে প্রচার চালিয়েছিলেন সেখানে কংগ্রেস ৪০৩ টি আসনের মধ্যে মাত্র দু’টি পেয়েছে

#নয়াদিল্লি: পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে (Assembly Election Results 2022) কংগ্রেসের ভরাডুবির পরে গান্ধি পরিবারের তিন সদস্যই পদত্যাগ করতে চলেছেন বলে সূত্রের খবর! ভারতীয় জাতীয় কংগ্রেসের (Indian National Congress) নেতৃত্বে থাকা রাহুল গান্ধি (Rahul Gandhi), সোনিয়া গান্ধি (Sonia Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi Vadra) ১৩ মার্চ, রবিবার আয়োজিত হতে চলা বৈঠকে তাঁদের পদত্যাগের (Resignation of Congress Leaders) প্রস্তাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে এনডিটিভির এক সূত্র। কংগ্রেস দলের তরফে অবশ্য এই খবর অস্বীকার করা হয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়া এবং পঞ্জাবে ভোটের পরাজয় নিয়ে আলোচনা করতে কংগ্রেস ওয়ার্কিং কমিটি (Congress Working Committee) দিল্লিতে বৈঠক করবে। বৈঠকে, এই বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে এমন নির্বাচনগুলি নিয়েও সিডব্লিউসি কথা বলবে বলে জানা গিয়েছে।
পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হতাশাজনক হারের পরেই এই বিষয়টি উঠে আসে। আম আদমি পার্টি (AAP) পঞ্জাবে সরকার গঠন করতে চলেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। অন্যদিকে কংগ্রেসের দখলে থাকা শেষ কয়েকটি রাজ্যের অন্যতম পঞ্জাব হাতছাড়া হয়ে গিয়েছে।
advertisement
advertisement
উত্তরপ্রদেশে, যেখানে প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা সক্রিয়ভাবে প্রচার চালিয়েছিলেন সেখানে কংগ্রেস ৪০৩ টি আসনের মধ্যে মাত্র দু’টি পেয়েছে এবং মোট ভোটের মাত্র ২.৪ শতাংশ পেয়েছে এই দল।
এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের নির্বাচনে কংগ্রেসের এই হাল নিয়ে গান্ধি পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফের সমালোচনা শুরু হয়েছে এবং দলের নেতৃত্বে সংশোধনের প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন অনেকে। প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর এবং জয়বীর শেরগিল এই নিয়ে সরাসরিই কথাও বলেছেন।
advertisement
তবে, কর্ণাটক কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমারের বিশ্বাস, গান্ধি পরিবারের অনুপস্থিতিতে দল সম্পূর্ণই ভেঙে পড়বে। তিনি বলেন, “গান্ধি পরিবার ছাড়া কংগ্রেস দল ঐক্যবদ্ধ থাকতে পারে না। তারাই কংগ্রেস দলের ঐক্যের মূল চাবিকাঠি... গান্ধি পরিবার ছাড়া কংগ্রেসের টিকে থাকা অসম্ভব।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Congress: পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেসের লজ্জাজনক হার! পদত্যাগ করতে চলেছেন সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধি: সূত্র
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement