৬৭ ঘণ্টা কেটে গিয়েছে! ৪০০ ফুট গভীর কুয়োতে পড়ে যাওয়া ৮ বছরের শিশু উদ্ধার হয়নি এখনও
- Published by:Aryama Das
Last Updated:
তন্ময় সাহু নামের ছেলেটি গ্রামেই খেলছিল৷ খেলতে খেলতে ৬ ডিসেম্বর প্রায় বিকেল ৫টার দিকে পরে যায় কুয়োতে৷
#মধ্যপ্রদেশ: ৪০০ফুট গভীর কুয়োয় আটকে পড়ল আট বছরের শিশু৷ ৪০০ ফুটের কুয়োতে ৫৫ফুট গভীরে প্রায় ৬৭ ঘণ্টা আটকে ছিল মধ্যপ্রদেশের মাণ্ডবি গ্রামের শিশুটি৷
তন্ময় সাহু নামের ছেলেটি গ্রামেই খেলছিল৷ খেলতে খেলতে ৬ ডিসেম্বর প্রায় বিকেল ৫টার দিকে পরে যায় কুয়োতে৷
বেতুল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শ্যামেন্দ্র জয়সওয়াল বুধবার গভীর রাতে বলেছেন, "কুয়োতে পড়ে যাওয়া আট বছর বয়সী ছেলেটির উদ্ধার অভিযান এখনও চলছে। খনন চলছে এবং প্রায় ৩৩ ফুট খনন করা হয়েছে।"
advertisement
advertisement
জয়সওয়াল আরও বলেন, "আমরা ৪৫ ফুট খোঁড়ার পরিকল্পনা করছি৷ তারপর একটা টানেল ঢুকিয়ে তাঁকে উদ্ধার করা হবে৷ শিশুটিকে বাঁচানোর জন্যই এত চেষ্টা৷"
তন্ময় সাহুর বাবা জানিয়েছেন, "আমার ছেলে খেলছিল, পাশের মাঠেই ছিল উন্মুক্ত কুয়োটি, সেখান দিয়ে পড়ে যায়৷ আমার ১২ বছরের মেয়ে তা দেখেছে৷ তারপর সেই আমাদের জানায়৷"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 09, 2022 2:20 PM IST