Cooch Behar News: মর্মান্তিক! টিকাকরণ শিবিরে অ্য়াসিড পড়ে জখম এক শিশু সহ তিন!

Last Updated:

টিকা নিতে এসে অ্যাসিড পড়ে আক্রান্ত শিশু সহ তিনজন। ঘটনাকে ঘিরে উত্তপ্ত মাথাভাঙ্গা।

অ্যাসিড পড়ে টিকাকরণ শিবিরে আহত এক শিশু সহ তিনজন।
অ্যাসিড পড়ে টিকাকরণ শিবিরে আহত এক শিশু সহ তিনজন।
#মাথাভাঙ্গা: টিকাকরণ শিবিরে টিকা নিতে এসে অ্যাসিড পড়ে আক্রান্ত শিশু সহ তিনজন। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ নং ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের বরাইবাড়ি এলাকায়। ঘটনায় দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষেরা। যদিও এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মী।
এদিন মাথাভাঙ্গা ২ নং ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের বরাইবাড়ি এলাকায় উপস্বাস্থ্যকেন্দ্রে শিশুদের টিকাকরণ কর্মসূচি চলছিল। ওই শিবিরেই এলাকার সমস্ত শিশুদের তাঁদের অভিভাবকরা টিকা দিতে নিয়ে এসেছিলেন। ঠিক সেই সময় অসাবধনতাবশত কারণে টেবিলে থাকা অ্যাসিডের বোতল থেকে অ্যাসিড পড়ে আহত হয় এক শিশু সহ দুই অভিভাবক। তাঁদের স্থানীয়রাই উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ও নিশিগঞ্জ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, "শিশুদের টিকাকরণ শিবিরে টেবিলের ওপরে এইভাবে কেন অ্যাসিডের বোতল রাখা হয়েছিল। শুধু তাই নয় সেই অ্যাসিড পরে এক শিশু ও দুই অভিভাবক আহত হওয়া সত্ত্বেও স্বাস্থ্য দপ্তর সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেনি।"
advertisement
এই ঘটনা নিয়ে স্থানীয় মানুষেরা জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়দের একাংশ পরিস্থিতি বেগতিক দেখে আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ও নিশিগঞ্জ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। এই গোটা ঘটনার ব্যাপারে টিকাকরণ শিবিরের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী চায়না তরফদার বলেন, "একটি শিশুর হাত লেগে অ্যাসিড পড়ে যাওয়ায় কারণেই এই বিপত্তি ঘটে। তবে আহত শিশুকে এবং তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।" বিডিও উজ্জ্বল সরদার জানান, "গোটা বিষয়টি ইতিমধ্যেই তিনি শুনেছেন, খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে, যাতে আহতদের কোনও সমস্যায় না পড়তে হয়।"
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: মর্মান্তিক! টিকাকরণ শিবিরে অ্য়াসিড পড়ে জখম এক শিশু সহ তিন!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement