ছাত্র বিক্ষোভের মাঝেও চার বছরের শিশুর সফল অস্ত্রোপচার কলকাতা মেডিক্যাল কলেজে

Last Updated:

খেলতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল মালদহের বাসিন্দা চার বছরের রামিশা খাতুন।

#কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হল নিউরো বিভাগে। সোমবার থেকেই ছাত্র নির্বাচন নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মেডিক্যাল কলেজে।
হাসপাতাল সূত্রে খবর, খেলতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল মালদহের বাসিন্দা চার বছরের রামিশা খাতুন। মেডিক্যাল কলেজে যাওয়ার পর এখানেই করা হল সেই অস্ত্রোপচার। রামিশার মা জানান, খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে যায় একরত্তি বাচ্চাটি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজে। সব রিপোর্টের ভিত্তিতে হাসপাতাল থেকে রামিশাকে কলকাতায় নিয়ে আসার কথা বলা হয়।
advertisement
শিশুর মা জানান, "আমি এসএসকেএম হাসপাতালে প্রথমে তাকে নিয়ে যাই, তবে সেখান থেকে রেফার করে দেয়া হয় কলকাতা মেডিকেল কলেজে। গত বুধবার সকালে কার্যত অজ্ঞান অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই পেডিয়াট্রিক বিভাগের প্রধান চিকিৎসক কল্পনা দত্তের তত্ত্বাবধানে ভর্তি করা হয় তাঁকে।
advertisement
advertisement
চিকিৎসক জানান," আমরা তখন বাচ্চাটির এমআরআই করি। দেখি ওর মাথায় রক্ত জমে গিয়েছে। এইসব ক্ষেত্রে একটা আচমকা মৃত্যুর সম্ভাবনা থাকেই। ফলে আমরা তৎক্ষণাত যোগাযোগ করি নিউরো বিভাগের সঙ্গে। নিউরো বিভাগের প্রধান চিকিৎসক কাঞ্চন সরকার চক্রবর্তী জানান," আমরা যখন বাচ্চাটিকে দেখি তখন একটি আচ্ছন্ন ভাব তার মধ্যে রয়েছে। ফলে তার ব্লাডের সমস্ত রিপোর্ট না আসা সত্ত্বেও আমরা সঙ্গে সঙ্গে অপারেশন করার চিন্তাভাবনা করি। কারণ তার মাথায় রক্ত জমে গিয়েছিল। এবং সেই মতই তার অস্ত্র প্রচার হয় বর্তমানে বাচ্চাটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে।"
advertisement
গত সোমবার থেকে মেডিকেল কলেজ হাসপাতালে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ছাত্র সংসদের দাবিতে অনড় পড়ুয়ারা। যতক্ষণ না নির্বাচনের দিন ঘোষণা করা হচ্ছে ততক্ষণ অনশনরত অবস্থাতেই আন্দোলন চালিয়ে যাবেন তারা বলেই হুঁশিয়ারি দিয়েছেন। অধ্যক্ষ সহ বিভাগীয় প্রধানদের আটকে রেখে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। বুধবার বিক্ষোভ তুলে নিলেও এখনও জারি রয়েছে অনশনরত আন্দোলন।
advertisement
প্রশ্ন উঠেছিল, এই অবস্থায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার কি হবে? এই জটিল অস্ত্রোপচার করে চার বছরের বাচ্চার প্রাণ বাঁচিয়ে সেই উত্তর দিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। অনশনের মধ্যেও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ছাত্র বিক্ষোভের মাঝেও চার বছরের শিশুর সফল অস্ত্রোপচার কলকাতা মেডিক্যাল কলেজে
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement