কান্দাহার বিমানবন্দরে জঙ্গি হানায় মৃত ৩৭, আহত ৩৫

Last Updated:

দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে জঙ্গিহানায় মৃত্যু হল ৩৭ জনের, আহত ৩৫ ৷ আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ১০ জন উগ্রবাদী এদিন বিমানবন্দরে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে ৷ ৯ জন জঙ্গি ইতিমধ্যেই আফগান সেনাবাহিনীর গুলিতে মারা গিয়েছে ৷ কিন্তু একজন জঙ্গি এখনও বিমানবন্দরের ভিতরে গা ঢাকা দিয়ে আছে বলে খবর ৷

# কান্দাহার: দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে জঙ্গিহানায় মৃত্যু হল ৩৭ জনের, আহত ৩৫ ৷ আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ১০ জন উগ্রবাদী এদিন বিমানবন্দরে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে ৷ ৯ জন জঙ্গি ইতিমধ্যেই আফগান সেনাবাহিনীর গুলিতে মারা গিয়েছে ৷ কিন্তু একজন জঙ্গি এখনও বিমানবন্দরের ভিতরে গা ঢাকা দিয়ে আছে বলে খবর ৷
জঙ্গিরা কড়া নিরাপত্তা সত্ত্বেও কমপ্লেক্সের প্রথম গেট পার করে বন্দরের ভিতরে ঢোকে ৷ এরপর তারা দু’দলে ভাগ হয়ে যায় ৷ এক দল পুরনো স্কুল বিল্ডিং থেকে গুলি ছুঁড়ে ব্যস্ত রাখে নিরাপত্তাকর্মীদের ৷ সেই সুযোগে আরেক দল দখল নেয় বিমানবন্দরের এবং ভিতরে থাকা মানুষদের পণবন্দি করে ৷ আফগান সেনা সূত্রে খবর, জঙ্গিরা পণবন্দিদের ঢাল হিসেবে ব্যবহার করায় সেনার তরফে লড়াই করা ভীষণ কঠিন হয়ে পড়ে ৷ সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে বিমানবন্দরকে জঙ্গিমুক্ত করা তাঁদের মূল লক্ষ্য ছিল ৷ সরকারী সূত্রে ৩৭ মৃত্যুর খবর স্বীকার করা হলেও তাদের মধ্যে কতজন সাধারণ মানুষ আছেন তা জানা যায়নি ৷ অন্যদিকে, এই হামলার দায় স্বীকার করেছে তালিবান গোষ্ঠী ৷ ১৫০ জন আফগান ও বিদেশীর এই হামলায় মৃত্যু হয়েছে বলে ট্যুইটারে দাবি করেন তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কান্দাহার বিমানবন্দরে জঙ্গি হানায় মৃত ৩৭, আহত ৩৫
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement