ভেজাল 'আমুল বাটার' ! ধরা পড়ল হাজার কিলো নকল মাখন

Last Updated:
#মুম্বই: খাবারে ভেজাল তো নতুন কিছু নয় ৷ ভাগাড়ের মাংস নিয়েও তো বিস্তর চর্চা হয়েছে ৷ কিন্তু এবার মাখনে ভেজাল শুনে অনেকেই আঁতকে উঠছেন ৷ কারণ যে সে মাখন নয়, খোদ আমুলের মাখন অর্থাৎ আমুল বাটার ! সেই আমুল বাটার, যার স্বাদ চিরকালীন ৷ ছোট থেকে বড় সকলেরই পছন্দ এই মাখন ৷ এবার ভেজাল মিশছে সেখানেও ৷ পুলিশি অভিযানে ধৃত ৫ ৷
advertisement
মুম্বইয়ের ভয়ন্দর এলাকায় এএসপি অতুল কুলকর্নির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী অভিযানে নামে ৷ সেখানেই চলছিল এই জাল কারবার ৷ ভেজাল মাখন ভরে দেওয়া হচ্ছে আমুল বাটারের মোড়কে ৷ এই ভাবে জাল প্যাকেজিং করে বাজারে চলে আসছে আপনার প্রিয় মাখন ৷ কে জানে এই মাখনই হয়ত আসছে আপনার বাড়িতে ৷ অভিযানে প্রায় ১হাজার কিলোগ্রাম ভেজাল মাখন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ কীভাবে আমুলের প্যাকেট হাতে আসছে জাল কারবারিদের তারই খোঁজে তদন্ত শুরু হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভেজাল 'আমুল বাটার' ! ধরা পড়ল হাজার কিলো নকল মাখন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement