পাঠ্যবইয়ে ফারহান আখতারের ছবি ! প্রকাশকের বিরুদ্ধে কালই প্রশাসনিক ব্যবস্থা
Last Updated:
#কলকাতা: ভাগ মিলখা ভাগ ৷ সেই ছবিটিতেই মিলখা সিংয়ের জায়গায় অভিনয় করেছিলেন ফারহান আখতার ৷ কিন্তু আদতে যে মিলখা সিং আলাদা একজন ব্যক্তিত্ব ! সেটির ফারাক করতে পারেনি Yenmy নামে একটি ভুঁইফোড় পাবলিকেশন ৷ স্কুলপাঠ্য বইয়ে বিশ্বখ্যাত অ্যাথলিট মিলখা সিংয়ের ছবির পরিবর্তে অভিনেতা ফারহান আখতারের ছবি ছাপিয়েই বিপাকে Yenmy পাবলিকেশন ৷
এই ঘটনাটিকেই নিয়ে এবার নড়েচড়ে বসেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ প্রকাশকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন তিনি ৷ মঙ্গলবার বিকাশ ভবনে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন তিনি ৷ বৈঠকে ডাকা হতে পারে অভিযুক্ত প্রকাশককেও ৷ ফোনে নিউজ ১৮ বাংলাকে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
advertisement
advertisement
১৯৫৮ সালের কমনওয়েল্থ গেমস-এ সোনাজয়ী মিলখা সিং-এর জীবনের উপর একটি ছবি তৈরি করেছিলেন বলিউড পরিচালক ও অভিনেতা ফারহান আখতার ৷ ফারহান নিজেই ওই ছবিতে মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন৷ সেই চরিত্রের ছবিই ছাপা হয় বইটিতে ৷ মিলখা সিংয়ের ছবির জায়গায় ফারহান আখতারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রবিবার৷ ফারহান আখতার টুইট করে বিষয়টি ডেরেক ও ব্রায়েনের নজরে আনেন৷ এরপরই নড়চড়ে বসে রাজ্য সরকার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2018 9:30 PM IST