Aditya L1: মহাকাশ থেকে সেলফি তুলল সৌরযান আদিত্য-L1, একসাথে কেমন দেখতে লাগছে চাঁদ ও পৃথিবীকে, পাঠাল সেই ছবিও

Last Updated:

গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ হয় আদিত্য-L1৷ ইতিমধ্যেই পৃথিবীকে দু’বার প্রদক্ষিণ করে ধীরে ধীরে অভিষকর্ষের মায়া কাটাচ্ছে সে৷ আরও দু’বার কক্ষপথ পরিবর্তন করে ১২৫ দিন পরে সে পৌঁছবে Lagrangian point-এ৷

নয়াদিল্লি: মহাকাশে পাড়ি দিয়ে দূর সূর্যের কাছাকাছি যাওয়ার পথে সেলফি তুলল আদিত্য-L1৷ পাশাপাশি, মহাকাশ থেকে তৃতীয় নেত্রে ধরা দিল পৃথিবী ও চাঁদের ছবিও৷ বৃহস্পতিবার ছবিগুলি নিজেদের ‘X’ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে (আগে ট্যুইটার) পোস্ট করেছে ইসরো৷ পৃথিবী থেকে ১.৫ লক্ষ কিলোমিটার দূরে Lagrangian point পয়েন্টের উদ্দেশে পাড়ি দিচ্ছে আদিত্য-L1৷
গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ হয় আদিত্য-L1৷ ইতিমধ্যেই পৃথিবীকে দু’বার প্রদক্ষিণ করে ধীরে ধীরে অভিষকর্ষের মায়া কাটাচ্ছে সে৷ আরও দু’বার কক্ষপথ পরিবর্তন করে ১২৫ দিন পরে সে পৌঁছবে Lagrangian point-এ৷
আরও পড়ুন: ফের তৃণমূলের দখলে ঝালদা পুরসভা! ঘাসফুলে ৫ কাউন্সিলর, ‘সর্বভূক রাজনীতি’ বলে কটাক্ষ করলেন অধীর
চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩ এর সফল অবতরণের এক মাসের মধ্যেই ফের এই সৌর অভিযান৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে এবার সরাসরি টক্কর! বিধানসভায় প্রস্তাবের দিনই রাজভবনে শুভেন্দু অধিকারী
ISRO-র ওয়েবসাইটে জানানো হয়েছে, “L1 পয়েন্টের চারপাশে সূর্যের হ্যালো অরবিটে এই আদিত্য-L1 স্থাপিত হলেকোনও রকমের গ্রহণ ছাড়াই অবিচ্ছিন্নভাবে সূর্যকে পরিদর্শন করা যাবে। এর মাধ্যমে সূর্যে কী চলছে এবং মহাজাগতিক ক্ষেত্রে তার কী প্রভাব পড়ছে, সবটাই আন্দাজ করা যাবে৷”
advertisement
ইলেক্ট্রোম্যাগনেটিক এবং পার্টিকেল এবং ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ব্যবহার করে ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তর (করোনা) পর্যবেক্ষণ করবে এই মহাকাশযানটি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Aditya L1: মহাকাশ থেকে সেলফি তুলল সৌরযান আদিত্য-L1, একসাথে কেমন দেখতে লাগছে চাঁদ ও পৃথিবীকে, পাঠাল সেই ছবিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement