Aditya L1 : হাতে নামমাত্র সময়, ফের একবার ভারতীয় হিসেবে গর্বিত হওয়ার সময়, কখন, কোথায় দেখবেন সৌর মিশন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Aditya L1 (আদিত্য-এল১) Launch : এই মিশনের উদ্দেশ্য হল L1 এর চারপাশে কক্ষপথ থেকে সূর্যকে অধ্যয়ন করা।
নয়াদিল্লি: চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে চন্দ্রায়ন ৩-র সফল সফট ল্যান্ডিংয়ের পরে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তার প্রথম সৌর মিশন আদিত্য-এল ১ এবার উৎক্ষেপণের পথে। মহাকাশ সংস্থা জানিয়েছে যে পিএসএলভি-সি৫৭ রকেটের মাধ্যমে আদিত্য এল১ উৎক্ষেপণ হবে৷ হাতে আর সামাণ্য সময় কাউন্টডাউন শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায়। ইসরো সূর্য সম্পর্কে তথ্য সংগ্রহের লক্ষ্য নিয়ে এই নতুন মিশন শুরু করছে৷
আজ সকাল ১১:৫০এ শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে লঞ্চ হতে চলেছে। আদিত্য-এল ১ পৃথিবীর নিকটতম নক্ষত্র অর্থাৎ সৌরমণ্ডলের শক্তির উৎস সূর্যকে স্টাডি করবে৷ ৫ বছর ধরে এই পরীক্ষা চালাবে আদিত্য এল ১৷ সূর্যের ১.৫ মিলিয়ন কিলোমিটার ভ্রমণ করবে। এই মিশনটি ISRO এবং আর একাধিক নামী প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতায় পুরো রূপ পেয়েছে। রকেট ও স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুত। ISRO প্রথম সূর্য মিশনের উৎক্ষেপণের জন্য মহড়াও সম্পন্ন করেছে।
advertisement
আরও পড়ুন – Aditya L1: আর থাকবে না কোনও রহস্য, ‘ভূত’-‘ভবিষ্যত’ সূর্যের নাড়ি-নক্ষত্র জানিয়ে দেবে এই মিশন
advertisement
ISRO-এর সবচেয়ে নির্ভরযোগ্য রকেট থেকে উৎক্ষেপণ
জানা গেছে যে PSLV-C57 হল ISRO-এর সবচেয়ে নির্ভরযোগ্য রকেট। এর উপর লঞ্চ হবে আদিত্য-এল১। এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে আদিত্য-এল১ ছেড়ে যাবে। এর পরে, তিন বা চারটি কক্ষপথের কৌশল করার পরে, এটি সরাসরি পৃথিবীর প্রভাব বলয়ের (SOI) বাইরে চলে যাবে। এর পর আবার শুরু হবে ক্রুজ পর্ব। মিশনের এই পর্যায়টি একটু দীর্ঘস্থায়ী হয়।
advertisement
কোথায় আপনি লাইভ দেখতে পারেন
ISRO সূর্য মিশন লাইভ দেখার লিঙ্ক দিয়ে দিয়েছে৷ এটি ISRO-এর ওয়েবসাইট https://isro.gov.in-এ সরাসরি দেখা যাবে। এছাড়াও, আপনি এটি ISRO-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও লাইভ দেখতে পারেন। এটি ডিডি ন্যাশনাল টিভিতে সকাল ১১টা ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
advertisement
মিশনের উদ্দেশ্য কি?
এই মিশনের উদ্দেশ্য হল L1 এর চারপাশে কক্ষপথ থেকে সূর্যকে অধ্যয়ন করা। এটি সূর্যের করোনা থেকে নির্গত তাপ এবং গরম বাতাস অধ্যয়ন করবে। এটি ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তর (করোনা) বিভিন্ন তরঙ্গব্যান্ডে পর্যবেক্ষণ করতে সাতটি পেলোড বহন করবে। এর মধ্যে ৬টি পেলোড তৈরি করেছে ISRO এবং অন্যান্য প্রতিষ্ঠান।
advertisement
আদিত্য-L1 পৃথিবী ও সূর্যের মাঝখানে L1 কক্ষপথে স্থাপন করা হবে। পদার্থবিজ্ঞানের জগতে, ল্যাগ্রেঞ্জ পয়েন্টগুলি এমন বিন্দু যেখানে, একটি দুই-দেহের মহাকর্ষীয় সিস্টেমে, সেখানে স্থাপন করা হলে একটি ছোট বস্তু স্থির থাকে। আদিত্য-এল ১ পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত এই বিন্দু থেকে সূর্য অধ্যয়ন করবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 10:10 AM IST