লোকসভায় কংগ্রেস দলনেতা নির্বাচিত হয়ে ইতিহাস অধীরের
Last Updated:
#নয়াদিল্লি: লোকসভায় কংগ্রেসের ভার রাজ্যের এক সাংসদের ওপর। লোকসভায় কংগ্রেস দলনেতা হলেন অধীর চৌধুরী। প্রণব মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় বাঙালি হিসাবে লোকসভায় কংগ্রেস দলনেতা মনোনীত হলেন বহরমপুরের সাংসদ। প্রবল চাপের মুখে বহরমপুর কেন্দ্র থেকে জিতে আসারই স্বীকৃতি পেলেন পাঁচবারের সাংসদ।
লোকসভায় কংগ্রেস দলনেতা হিসাবে বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার ভার অধীর চৌধুরীকে দিলেন সোনিয়া গান্ধি। লোকসভায় কংগ্রেস দলনেতা নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করলেন বহরমপুরের সাংসদ। এর আগে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকার সময় প্রণব মুখোপাধ্যায় লোকসভার দলনেতা নির্বাচিত হন। কিন্তু বিরোধী শিবিরে থাকার সময় বাঙালি হিসেবে অধীর চৌধুরীই প্রথম লোকসভায় কংগ্রেসের দলনেতা। এই দায়িত্ব যে তাঁকে দেওয়া হতে পারে, গত কয়েকদিনে তার ইঙ্গিত মিলছিল।
advertisement
সংসদ শুরুর আগে সর্বদল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি ছিলেন অধীর চৌধুরী বহরমপুরের সাংসদের সঙ্গে আলোচনা করেন সোনিয়া
advertisement
কখনও বাম, কখনও তৃণমূলের বিরুদ্ধে লড়ে পরপর পাঁচবার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন অধীর চৌধুরী। উনিশের ভোটে প্রবল চাপের মুখেও নিজের কেন্দ্র ধরে রাখতে সফল পোড়খাওয়া রাজনীতিবিদ।
সোমবারই অধীরের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর উপরই মোদির সঙ্গে টক্কর দেওয়ার ভার দিলেন সোনিয়া-রাহুল গান্ধিরা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অধীর চৌধুরীই এই মুহূর্তে লোকসভায় কংগ্রেসের সেরা বাজি। তাই অধীরকে বাছা ছাড়া সোনিয়া-রাহুলের উপায়ও ছিল না।
advertisement
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মিলিন্দ দেওরার মতো রাহুল ঘনিষ্ঠ নেতারা ভোটে হেরেছেন৷ গতবারের দলনেতা মল্লিকার্জুন খাগড়েও পরাজিত৷ চিদম্বরম, এ কে অ্যান্টনি, গুলাব নবি আজাদরা রাজ্যসভার সদস্য
শশী থারুর বা পি সুরেশের নাম জল্পনায় থাকলেও তাঁদের কারও ওপরই ভরসা রাখতে পারেনি কংগ্রেস হাইকম্যান্ড। বদলে বেছে নেওয়া হয় কখনও প্রদেশ কংগ্রেস সভাপতি, কখনও কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলানো বহরমপুরের সাংসদকে।
advertisement
এবার সম্ভবত আরও কঠিন চ্যালেঞ্জের মুখে অধীর চৌধুরী। ৫২ জন সাংসদকে নিয়ে বিজেপির ৩০৩ সাংসদের মোকাবিলার চ্যালেঞ্জ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2019 2:53 PM IST