জঙ্গিদের নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য জানালেন অভিযুক্ত DSP
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
জেরায় জঙ্গিদের সংক্রান্ত একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তিনি ৷ পাশাপাশি জিজ্ঞাসাবাদের সময় হাত জোড় করে ক্ষমাও চেয়েছেন ৷
#শ্রীনগর: জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি দেবেন্দ্র সিং গ্রেফতার হওয়ার পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। টাকা নিয়ে জঙ্গিদের নিরাপদে পৌঁছে দেওয়ার অভিযোগ স্বীকার পুলিশকর্তার। ঘটনায় তদন্তভার নিয়েছে এনআইএ।
গাড়ির ভিতর দুই হিজবুল জঙ্গি। গন্তব্য ছিল জম্মু হয়ে চণ্ডীগড়। সেই সময় সময় হাতেনাতে ধরা পড়েন জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি দেবেন্দ্র সিং। জম্মু - কাশ্মীর পুলিশ জানিয়েছে, দুই হিজবুল জঙ্গিকে পাচারের জন্য ১২ লক্ষ টাকা নিয়েছেন বলে জেরায় স্বীকার করেছেন দেবেন্দ্র।
এরপর জেরায় জঙ্গিদের সংক্রান্ত একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তিনি ৷ পাশাপাশি জিজ্ঞাসাবাদের সময় হাত জোড় করে ক্ষমাও চেয়েছেন ৷
advertisement
advertisement
জিজ্ঞাসাবাদে শ্রীনগরে, পুলওয়ামাতে জঙ্গিদের আলাদা আলাদা নেটওয়ার্কের বিষয়ে গোপন তথ্য দিয়েছেন ৷ তার সঙ্গে গ্রেফতার হওয়া হিজবুল জঙ্গিরা আতঙ্কবাদী হামলার প্ল্যানিং সংক্রান্ত অনেক তথ্যই জানিয়েছে ৷ সাধারণত শীতের সময় পুলিশ থেকে বাঁচতে তারা কাশ্মীর থেকে বাইরে চলে যায় ৷ কিন্তু গ্রীষ্মকালে বেশিরভাগ জঙ্গিরা কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে থাকে ৷ শীতে তারা নেটওয়ার্ক তৈরি করার কাজ করে মূলত ৷
advertisement
হিজবুল কমান্ডরল নবীদকে গ্রেফতার করা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে ৷ তাকে ধরার জন্য ২০ লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা করা হয়েছিল অভিযুক্ত ডিএসপি ও বাকি দুই জঙ্গিকে আলাদা আলাদা জায়গায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এরপর তাদের বয়ান মিনিয়ে দেখা হবে যাতে জঙ্গিদের নেটওয়ার্কের হদিশ পাওয়া যায় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2020 2:58 PM IST