'আমার মুখ্যমন্ত্রী হওয়াটাও দুর্ঘটনা,' বর্তমান রাজনীতি থেকে দূরে থাকতে চান কুমারস্বামী
Last Updated:
'রাজনীতিতে এসেছি ঘটনাবশতঃ, মুখ্যমন্ত্রীও হয়েছিলাম দুর্ঘটনাচক্রে', জানিয়েছেন কুমারস্বামী
#বেঙ্গালুরু: এক সপ্তাহ আগেই কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারের পতন হয়েছে, নয়া সরকার গড়েছে বিজেপি। এই ঘটনার এক সপ্তাহ পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানিয়েছেন রাজনীতিতে তিনি ঘটনাচক্রে প্রবেশ করেছিলেন ও রাজনীতি থেকে দূরে থাকতেও চেয়েছিলেন তিনি ।
বর্তমান ভারতের রাজনীতি জাত ও হিংসার রাজনীতি, মানুষের ভালোর জন্য কোনও কাজ হয় না । যেভাবে বিভেদ ও হিংসার রাজনীতির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, ভুল পথে চালিত হচ্ছে যুবসমাজ-এই সবকিছু সংশোধন করা তাঁর পক্ষে সম্ভব নয় কোনওভাবেই। এখনকার রাজনীতির চালচিত্র দেখে আমি নিজেই রাজনীতি থেকে দূরে থাকতে চাই ।'আমার পরিবারকে এর মধ্যে আনবেন না, আমি শান্তিতে থাকতে চাই', মন্তব্য কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ।
advertisement
'রাজনীতিতে এসেছি ঘটনাবশতঃ, মুখ্যমন্ত্রীও হয়েছিলাম দুর্ঘটনাচক্রে', জানিয়েছেন কুমারস্বামী ।
advertisement
পাশাপাশি তাঁর ছেলে নিখিল কুমারস্বামীর জেডিএসের কেআর পেটের প্রার্থী হওয়ার জল্পনাও খারিজ করে দিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন নিখিল ।
Location :
First Published :
August 03, 2019 10:52 PM IST